সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বইয়ের বিতর্কিত ইসলাম প্রচারক ও টিভি ব্যক্তিত্ব জাকির নায়েকের প্রশংসা করে বিপাকে কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং৷ বৃহস্পতিবার থেকে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে৷ ভিডিওয় দেখা যাচ্ছে জাকিরের ভূয়সী প্রশংসা করছেন দিগ্বিজয় সিং৷ ভিডিওটি অবশ্য ২০১২ সালের বলে সংবাদসংস্থা সূত্রে খবর৷ পিস টিভিতে সম্প্রচারিত সেই ভিডিওয় জাকিরকে ‘শান্তির দূত’ বলে মন্তব্য করেন বিতর্কিত এই কংগ্রেস নেতা৷ তাঁর মন্তব্যের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে উঠছে দেখে আজ টুইট করে সমস্ত বিতর্ক ঝেড়ে ফেলতে চেয়েছেন দিগ্বিজয় সিং৷ এদিন তাঁর টুইট, “ভারত বা বাংলাদেশ সরকার জাকিরের বিরুদ্ধে আইএস-আঁতাঁতের প্রমাণ পেলে অবশ্যই উপযুক্ত পদক্ষেপ করবে৷”
The conference was for Communal Harmony and against Terrorism. Also to explain that Islam is against Innocents being killed.
Advertisement— digvijaya singh (@digvijaya_28)
If GOI or the Govt of Bangladesh has any evidence against Zakir Naik’s involvement with ISIS they should take action against him.
— digvijaya singh (@digvijaya_28)
বিতর্ক অবশ্য দ্বিগ্বিজয় সিংয়ের নিত্যসঙ্গী৷ ওসামা বিন লাদেনকে ‘ওসামাজি’ ও মুম্বই হামলার মূল ষড়যন্ত্রী হাফিজ সৈয়দকে ‘সাহেব’ বলে মন্তব্য করে আগেও সমালোচনার মুখে পড়েছেন বর্ষীয়ান এই কংগ্রেস নেতা৷ ঢাকায় সন্ত্রাসবাদী হামলার ঘটনার পরই নায়েকের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে৷ অভিযোগ, নিজের বক্তৃতায় সরাসরি সন্ত্রাসবাদী কাজকর্মে মদত দেন তিনি৷
()
আরও নির্দিষ্ট করে বাংলাদেশের সংবাদপত্র ডেইলি স্টার দাবি করে, পাঁচ সন্ত্রাসবাদীর মধ্যে অন্যতম রোহন ইমতিয়াজ গত বছর নায়েকের কথা উদ্ধৃত করে ফেসবুকে একটি পোস্ট করে৷ সম্প্রতি পিস টিভি নামে ইসলাম ধর্মকথা প্রচারকারী একটি আন্তর্জাতিক চ্যানেলে বক্তৃতা করার সময় জাকির নায়েক আবেদন করেন, সব মুসলিমেরই উচিত সন্ত্রাসবাদী হয়ে ওঠা৷ এই মন্তব্যের পরেই জাকির নায়েকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে কেন্দ্রীয় সরকার৷ আজ সেই বিতর্কেই নাম জড়িয়ে গেল কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংয়ের৷ এই ঘটনায় স্পষ্টতই অস্বস্তি ঢাকতে পারছে না কংগ্রেসও৷
দেখুন বিতর্কিত সেই ভিডিও-
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.