Advertisement
Advertisement
Jaish-e-Mohammad

জইশের কামব্যাকে মাসুদের মাস্টার প্ল্যান! পাকিস্তানজুড়ে মসজিদ নির্মাণে ৩০০ কোটি অনুদান সংগ্রহের ছক

৩৯১ কোটি টাকা অনুদান সংগ্রহের পরিকল্পনা মাসুদের।

Jaish-e-Mohammad Plots to camback with 313 mosques and fundraising drive
Published by: Kishore Ghosh
  • Posted:August 23, 2025 9:22 pm
  • Updated:August 23, 2025 9:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপারেশন সিঁদুরে পাক অধিকৃত কাশ্মীরে হামলা চালিয়েছিল ভারতীয় সেনা। মাসুদ আজহারের জঙ্গি সংগঠন জইশের ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। ভারতের মারে মৃত্যু হয়েছিল একাধিক কুখ্যাত জঙ্গির। তার মধ্যে ছিল মাসুদের পরিবারের ১৪ জনও। যদিও ভারত-পাক সংঘর্ষের তিন মাস ডিঙিয়ে জইশের ‘কামব্যাকে’র খবর মিলছে। মাসুদের ‘মাস্টার প্ল্যান’ এবার পাকিস্তানজুড়ে ৩১৩ টি মসজিদ নির্মাণের পরিকল্পনা। বিশেষজ্ঞরা বলছেন, নামেই মসজিদ, আসলে দেশজুড়ে জঙ্গি তৈরির কারখানা বানাতে চাইছে ভারতের ‘মোস্ট ওয়ান্টেড’ মাসুদ।

Advertisement

সূত্রের খবর, মসজিদ নির্মাণের নামে ভারতীয় মুদ্রায় ৩৯১ কোটি টাকা অনুদান সংগ্রহের পরিকল্পনা করা হয়েছে। বলা বাহুল্য, এই বিপুল পরিমাণ অর্থ ধর্মপ্রচারের নামে সংগ্রহ করছে জইশ। গোটা পরিকল্পনায় মাসুদকে সাহায্য করছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই। পাকিস্তানের ডিজিটাল পেমেন্ট সংস্থা ‘ইজিপয়সা’ এবং ‘সদাপে’র মাধ্যমে অর্থসংগ্রহ চলছে। বাস্তবিক ৩৯১ কোটি টাকা উঠে এলে তা আগামী এক দশক জইশের জঙ্গি কার্যকলাপে নির্বিঘ্ন সাহায্য করবে।

পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদী সংগঠন জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহার ভারতের ওয়ান্টেড তালিকার শীর্ষে। আইএসআইয়ের অঙ্গুলিহেলনে বারবার ভারতকে রক্তাক্ত করেছে জইশ। ২০১৯ সালে পুলওয়ামা হামলার অন্যতম চক্রী মাসুদ আজহার। শুধু তাই নয়, ২০০১ সালের সংসদ ভবনে হামলা তথা ২০০৫ সালে অযোধ্যায় বিস্ফোরণ-সহ একাধিক নাশকতায় হাত রয়েছে আজহারের।

পহেলগাঁও জঙ্গি হামলায় ২৬ মৃত্যুর বদলা নিতে ৬ মে (মঙ্গলবার) গভীর রাতে অপারেশন সিঁদুর চালায় ভারতীয় সেনা। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯ জায়গার জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় ক্ষেপণাস্ত্র। এই হামলায় বাহওয়ালপুরে জইশ-ই-মহম্মদ, মুরাক্কায় লস্কর-ই-তইবা ও হিজবুল মুজাহিদিনের সদর দপ্তর গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। খতম হয়েছিল বহু জেহাদি। মৃত্যু হয় মাসুদের পরিবারের ১৪ সদস্যের। ভারতীয় সেনা কার্যত জইশের কোমর ভেঙে দিয়েছিল। যদিও আইএসআই মদতে ফের কামব্যাকের ছক কষেছে মাসুদ। সেই কারণেই মসজিদ নির্মাণের নামে অর্থ সংগ্রহ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement