Advertisement
Advertisement

পাকিস্তান সফরের জন্য মোদিকে কটাক্ষ অনুরাগ কাশ্যপের

অতীত পাক সফরের জন্য মোদি যদি ক্ষমা না চান, তাহলে করণ জোহরই বা পাক শিল্পীদের কাজ করানোয় দোষী সাব্যস্ত হচ্ছেন কেন?

Anurag kashyap Slams Modi for Pakistan Trip
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 16, 2016 5:28 pm
  • Updated:October 16, 2016 9:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানি শিল্পীদের ভারতে কাজ না করার নিষেধাজ্ঞা নিয়ে এবার সরব হলেন পরিচালক-প্রযোজক অনুরাগ কাশ্যপ৷ শ্লেষ করে তাঁর তীর্যক মন্তব্য, ভারতে শিল্পীদের উপর নিষেধাজ্ঞা জারি করেই সব সমস্যার সমাধান করা হয়৷ সেই সঙ্গে প্রধানমন্ত্রীর দরবারেও তিনি একটি প্রশ্ন রেখেছেন৷ কেন এখনও পাকিস্তান সফরের জন্য মোদি ক্ষমা চাইছেন না, এটাই অনুরাগের জিজ্ঞাস্য৷

Advertisement

উরি হামলার পর ভারত-পাক সম্পর্কের টানাপোড়েনের মারাত্মক প্রভাব পড়েছে মুম্বইয়ের সিনেমা পাড়ায়৷ প্রযোজকদের সংস্থা ‘ইমপা’ এ দেশে পাক শিল্পীদের কাজের উপর নিষেধাজ্ঞা জারি করেছে৷ ফলে ‘রইস’-এর মতো ছবিতে পাক অভিনেত্রী মাহিরা খানের পরিবর্তে অন্য অভিনেত্রী নিয়ে কাজ করানোর পরিকল্পনা চলছে৷ কিন্তু গোদের উপর বিষফোঁড়ার মতো বেঁকে বসেছেন হল মালিকরাও৷ ‘সিনেমা ওনার্স একজিবিটরস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া’র তরফে ঘোষণা করা হয়েছে, পাক শিল্পী থাকলে সে ছবি তাঁরা হলে চালাবেন না৷ ফলে করণ জোহরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর মতো বিগ বাজেটের ছবি পড়েছে বিপাকে৷ অন্তত চারটি রাজ্যে ছবিটি যে মুক্তি পাচ্ছে না তা নিশ্চিত৷ কারণ একটাই, ছবিতে আছেন পাক অভিনেতা ফওয়াদ খান৷

এই পরিস্থিতিতেই শিল্পীদের পক্ষ নিয়ে সরব হলেন অনুরাগ৷ তাঁর প্রশ্ন, পাক অভিনেতাদের দিয়ে কাজ করানোর জন্য যেভাবে করণ জোহর-সহ অন্যান্য পরিচালকদের কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে তা কতটা যুক্তিযুক্ত? কেননা ভারত পাকিস্তান সম্পর্ক তো এই কটাদিন আগেও এরকম ছিল না৷ ঘুরিয়ে তিনি তাই প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেছেন যে, পাক সফরের জন্য তিনি তো কই ক্ষমা চাইলেন না! গত ডিসেম্বরে আচমকাই পাক সফরে গিয়েছিলেন মোদি৷ সে সময় দু’দেশের সম্পর্কের আবহ ঠিকই ছিল৷ অনুরাগের প্রশ্ন, ওই সময়েই তো করণ জোহরও তাঁর ছবির শুটিং শুরু করেছিলেন৷ তাহলে অতীত পাক সফরের জন্য মোদি যদি ক্ষমা না চান, তাহলে করণ জোহরই বা পাক শিল্পীদের কাজ করানোয় দোষী সাব্যস্ত হচ্ছেন কেন?

যদিও অনুরাগের এই মন্তব্যে তীব্র ক্ষোভ দেখা গিয়েছে নেটদুনিয়ায়৷ একাধিক ব্যক্তি উত্তরে অনুরাগকে তুলোধোনা করেছেন৷ তবে বলিউডের শিল্পীমহলের মতামতের প্রতিফলনই যে অনুরাগের মন্তব্যে পড়েছে তা স্পষ্ট৷ কেননা, অন্য এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা চোপড়াও একই প্রসঙ্গ উত্থাপন করেছেন৷ তাঁর দাবি, তিনিও দেশকে ভালবাসেন৷ কিন্তু দেশপ্রেমের প্রশ্নে কেন বারবার শিল্পীদের নিয়েই টানাটানি করা হয়? মন্তব্য-পাল্টা মন্তব্য চলতে থাকলেও দু’দেশের কূটনৈতিক পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে এখনই শিল্পীমহল কোনও সুস্থতার বাতাবরণ পাবে বলে মনে করছে না দেশের সিনেদুনিয়া৷

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement