Advertisement
Advertisement
Bengaluru

মাথা থেঁতলানো, বেরিয়ে গিয়েছে ঘিলু! জেলবন্দি মক্কেলের সঙ্গে দেখা করে ফেরার পথে ‘খুন’ আইনজীবী

পরিবার খুনের অভিযোগ দায়ের করেছে।

Advocate found dead in bengaluru

মৃত আইনজীবী। ছবি: সংগৃহীত।

Published by: Subhankar Patra
  • Posted:May 4, 2025 5:05 pm
  • Updated:May 4, 2025 5:58 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গাড়ি থেকে প্রায় ২০০ মিটার দূরে পড়ে দেহ। মাথার পিছনের অংশ থেঁতলানো। বেরিয়ে গিয়েছে ঘিলু। এদিকে গাড়ির ইঞ্জিন চালু। তবে দরজা আটকানো। জ্বলছে ইনডিকেটর। রহস্যজনক ভাবে মৃত্যু বেঙ্গালুরুর এক আইনজীবীর। পরিবার খুনের অভিযোগ দায়ের করেছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম এইচ জগদীশ। বয়স ৪৬ বছর। ঘটনার দিন তিনি জেলেবন্দি এক মক্কেলের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। গাড়ি করে ফেরার সময় তাঁর মৃত্যু।  ঘটনাটি ঘটেছে কেনগেরির নাইস রোডে। শুক্রবার রাতে পুলিশের কাছে খবর আসে রাস্তার ধারে একটি দেহ পড়ে রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশের আধিকারিকরা। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় তাঁরা। পুলিশের প্রাথমিক অনুমান দুর্ঘটনার পর ওই আইনজীবীকে গাড়ি থেকে বার করে খুন করা হয়েছে।

এদিকে দুর্ঘটনায় তত্ব মানতে নারাজ মৃত আইনজীবীর পরিবার। তাঁদের দাবি তাঁকে খুন করেছে দুষ্কৃতীরা। পরিবারের সদস্যরা থানায় অভিযোগ দায়ের করেছে। সেই মোতাবেক তদন্ত শুরু করেছে পুলিশ। পরিবারের এক সদস্যদের দাবি, “বাঁ পা ও পেটে আঘাত ছিল। মাথার পিছন দিকটা পুরো থেঁতলানো। ঘিলু বেরিয়ে গিয়েছে। ওকে খুন করা হয়েছে।” ঘটনার পর থেকে আইনজীবীর মোবাইল ফোন পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে তাঁর পরিবার। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। প্রাথমিক রিপোর্ট আসার পরই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ