সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় ইদানীং দারুণ সক্রিয় বিরাট কোহলি (Virat Kohli)। অনুপ্রেরণা দেয় এমন পোস্ট করে থাকেন তিনি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চলাকালীন একাধিক পোস্ট করেছেন কোহলি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পরে ভারতীয় দল খেলতে যাবে ওয়েস্ট ইন্ডিজ সফরে (West Indies Tour)। সেই সফরের জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন কোহলি। জিমে ঘাম ঝরাতে দেখা গিয়েছে বিরাটকে। সেই ভিডিওই তিনি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ব্যর্থতার পরে ভারতীয়রা পূর্ণ উদ্যমে ঝাঁপিয়ে পড়বে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। সেই কারণেই টেস্ট ফাইনালের পরে ছুটি কাটিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছেন কোহলি। জিমে ঘাম ঝরানোর ভিডিও পোস্ট করে কোহলি ক্যাপশনে লিখেছেন, ”হয় অজুহাত খোঁজো, নাহয় নিজেকে তৈরি করো।”
View this post on Instagram
ক্যাপশন দেখেই বোঝা যাচ্ছে, পরবর্তী চ্যালেঞ্জের জন্য কোহলি নিজেকে তৈরি করছেন। টেস্ট ফাইনালে কোহলি নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। ওভালের ফাইনালে প্রথম ইনিংসে মিচেল স্টার্কের হঠাৎই লাফিয়ে ওঠা বলে আউট হয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে কোহলি বাউন্ডারি মারতে গিয়ে আউট হন। ভারতের হারের পর থেকে প্রাক্তন ক্রিকেটাররা সমালোচনা করেন টিম ইন্ডিয়ার সিনিয়র ক্রিকেটারদের। টেস্ট ফাইনাল এখন অতীত। নতুন সিরিজের জন্য নিজেকে তৈরি করছেন কোহলি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২টি টেস্ট, ৩টি ওয়ানডে এবং পাঁচটি টি-টোয়েন্টি খেলবে ভারত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.