Advertisement
Advertisement
IPL

শেষ ম্যাচেও হার, হায়দরাবাদের রানের পাহাড় ডিঙোতে পারল না কেকেআর

১১০ রানে জিতল হায়দরাবাদ।

Sunrisers Hyderabad beats Kolkata Knight Riders
Published by: Kishore Ghosh
  • Posted:May 25, 2025 11:22 pm
  • Updated:May 26, 2025 11:55 am  

সানরাইজার্স হায়দরাবাদ- ২৭৮/৩ (ক্লাসেন ১০৫, হেড ৭৬, নারিন ২/৪২)
কলকাতা নাইট রাইডার্স- ১৬৮/১০ (মণীশ ৩৭, রানা ৩৪,  উনাদকট ৩/২৪, মালিঙ্গা ৩/৩১, দুবে ৩/৩৪)
১১০ রানে জয়ী সানরাইজার্স হায়দরাবাদ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেষ ম্যাচেও হার। সানরাইজার্স হায়দরাবাদের রানের পাহাড় ডিঙোতে পারল না কলকাতা নাইট রাইডার্স। রবিবার আইপিএলের তৃতীয় সর্বাধিক স্কোর ২৭৮ রান করে হায়দরাবাদ। যা অতিক্রম করতে পারলে ইতিহাস তৈরি হত। ব্যাটিং ব্যর্থতায় যা সম্ভব হল না। উলটো দিকে প্লে অফ থেকে ছিটকে গেলেও শেষ ম্যাচে বড় জয়ে (১১০ রানে জয়) হাসি মুখে সিজন শেষ করল হায়দরাবাদ।

আইপিএলের রানের পাহাড়ে সর্বোচ্চ পাঁচ শৃঙ্গের চারটিই হায়দরাবাদের দখলে। একা কুম্ভ কেকেআর। আজ একটা সময় মনে হচ্ছিল তাদেরই পুরনো রেকর্ড ২৮৭ রানকে ডিঙিয়ে যাবে ক্লাসেনের দল। কেউ কেউ আশঙ্কা করছিলেন যেভাবে মারমুখী হয়ে উঠেছে রবিবাসরীয় নায়ক হাইনরিখ ক্লাসেন, তাতে করে তিনশো না হয়ে যায়! না, তেমনটা ঘটেনি। তথাপি ক্লাসেনের ৩৯ বলে ১০৫ রানের ইনিংস এবং হেডের ৪০ বলে ৭৬ রানের দৌলতে পাহাড় আরও একটি শৃঙ্গ তৈরি করল হায়দরাবাদ। কিছুটা সুনীল নারিন ছাড়া কেকেআরের কোনও বোলারই প্রতিরোধ গড়তে পারলেন না বিপক্ষের ব্যাটারদের সামনে। তার ফলেই ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৭৮ রান তুলল নিজমের রাজ্যের দল।

ব্যাট করতে নেমে কেকেআরকে কখনই মনে হয়নি হায়দরাবাদের রানের ধারে কাছে পৌঁছবে তারা। এত বড় ইনিংসের জবাবে যে সংকল্প নিয়ে ব্যাট করার কথা ছিল তা কেকেআরের কোনও ব্যাটারের মধ্যে দেখা যায়নি। মণীশ পাণ্ডে করলেন ৩৭, নীতীশ রানা ৩৪, সুনীল নারিন ৩১। বাকিদের অবস্থা আরও খারাপ। কেকেআরের ইনিংস শেষ হয় ১৬৮ রানে। ১৮ ওভার তিন বলে অল আউট। গত বারের চ্যাম্পিয়ন দলকে এ বার শেষ করতে হল আট নম্বরে। নিশ্চয়ই দ্রুত দুঃস্বপ্নের এই সিজন ভুলতে চাইবে কিং খানের দল।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement