Advertisement
Advertisement
Sanjay Sen

‘সব যোগ্যতা আমার রয়েছে’, ভারতীয় দলের কোচের পদে আবেদন সঞ্জয় সেনের

সঞ্জয় ছাড়া কোচের দৌড়ে আর কারা?

Sanjoy Sen set to appeal for Indian football teams head coach's post

সঞ্জয় সেন। ছবি: আইএফএ।

Published by: Subhajit Mandal
  • Posted:July 5, 2025 1:38 pm
  • Updated:July 5, 2025 1:40 pm  

স্টাফ রিপোর্টার: মানালো মার্কেজের পর জাতীয় কোচের দায়িত্ব কার হাতে যাচ্ছে? শুক্রবারই জাতীয় কোচের শূন্যপদ পূরণের জন্য বিজ্ঞাপন দিয়েছে ফেডারেশন। সেই বিজ্ঞাপনের ভিত্তিতে আবেদন করতে চলেছেন সঞ্জয় সেন। এর আগেও জাতীয় কোচ হতে চেয়ে আবেদন করেছিলেন এই আই লিগ ও সন্তোষ ট্রফি জয়ী বাঙালি কোচ।

Advertisement

এদিন সঞ্জয় সেন বলেন, “আমি বিজ্ঞাপনটা দেখেছি। এই বিজ্ঞাপনে জাতীয় কোচ হতে গেলে একজন কোচের যা যোগ্যতা লাগবে তা আমার রয়েছে। তার ভিত্ততেই আমি আবেদন করব আগামী কয়েক দিনের মধ্যে। এর আগেও আবেদন করেছিলাম। তখন সফল হয়নি। এবারও করব। তারপর দেখা যাবে।”

সাম্প্রতিককালে মানালো মার্কেজের কোচিংয়ে সাফল্যের মুখ দেখেনি ভারত। এমনকী তাঁর কোচিংয়ের সময়ই অবসর ভাঙিয়ে জাতীয় দলে ফিরিয়ে আনা হয়েছে সুনীল ছেত্রীকে। কিন্তু তাতেও কাজের কাজ কিছু হয়নি। বরং বাংলাদেশের বিরুদ্ধে ড্র এবং হংকংয়ের কাছে হারের জেরে এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে চাপে রয়েছে ভারত। তাই মানালোর সরে যাওয়ার পর সঞ্জয় সেন, খালিদ জামিলের মতো দেশীয় কোচতে জাতীয় দলের দায়িত্ব দেওয়া নিয়ে অনেক আলোচনা হয়েছে। এখন দেখার বিষয় সঞ্জয় সেন আবেদন করবে তাঁকে সুযোগ দেওয়া হয় কি না।

সঞ্জয়-খালিদদের মতো ভারতীয় কোচ ছাড়াও জল্পনায় রয়েছে ভ্যান ভুকোমানোভিচ, অ্যাশলে ওয়েস্টউড, পার্ক হ্যাং-সিও, সার্জিও লোবেরার নামও। তবে বিদেশি কোচের সঙ্গে চুক্তি করার ক্ষেত্রে বড় বাধা হতে পারে ফেডারেশনের আর্থিক অসঙ্গতি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement