সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধীরে ধীরে শচীন তেণ্ডুলকরের (Sachin Tendulkar) কক্ষপথের দিকে এগোচ্ছেন বিরাট কোহলি (Virat Kohli)। পোর্ট অফ স্পেনে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি করেন তিনি। আর সেই সেঞ্চুরির ফলে স্যর ডন ব্র্যাডম্যানকে ছুঁয়ে ফেলেন কোহলি। স্যর ডনের টেস্ট ক্রিকেটে সেঞ্চুরির সংখ্যা ২৯। শুক্রবার কোহলি সেঞ্চুরি হাঁকানোয় তাঁরও টেস্টে সেঞ্চুরির সংখ্যা দাঁড়িয়েছে ২৯। তিন ফরম্যাটের ক্রিকেটে বিরাটের সেঞ্চুরির সংখ্যা ৭৬।
কোহলির সেঞ্চুরির অপেক্ষায় ছিলেন ওয়েস্ট ইন্ডিজের উইকেট কিপারও। কোহলির শতরান উপভোগ করেন ভারতের কিংবদন্তি শচীন তেণ্ডুলকরও। ৭৬ নম্বর সেঞ্চুরির পরে শচীন তেণ্ডুলকর ইনস্টাগ্রামে লিখেছেন, ”অ্যানাদার ডে, অ্যানাদার সেঞ্চুরি বাই বিরাট কোহলি। ওয়েল প্লেড।” যার অর্থ আরও একটা দিন, আরও একটা সেঞ্চুরি হাঁকালেন বিরাট কোহলি। খুব ভাল খেলেছো।
ভারতের প্রথম ইনিংস শেষ হয়ে যায় ৪৩৮ রানে। এই রানটা বেশ হৃষ্টপুষ্ট দেখালেও একসময়ে কিন্ত দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারতীয় দল। ১৩৯-০ থেকে দ্রুত ১৫৫-৩ হয়ে যায় টিম ইন্ডিয়া। কিন্তু কোহলি ও রবীন্দ্র জাদেজা ভারতকে নিয়ে যান ভাল জায়গায়। উল্লেখ্য, কোহলি সেঞ্চুরি হাতছাড়া করেন প্রথম টেস্টে। ৭৬ রানে আউট হয়ে যান কোহলি। দ্বিতীয় টেস্টে কিন্তু অন্য মেজাজে ধরা দেন তিনি। কোহলির সেঞ্চুরি উদযাপন করছে পোর্ট অফ স্পেনও।
Sachin Tendulkar’s Instagram story for Virat Kohli.
God of cricket 🤝 King of cricket.
— Johns. (@CricCrazyJohns)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.