সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার ম্যাঞ্চেস্টারে পাকিস্তানের ইনিংসের সময় নামে বৃষ্টি। সাময়িকভাবে বন্ধ হয়ে যায় ম্যাচ। পর্যবেক্ষণের পর আম্পায়ার যখন জানিয়েছিলেন যে, ডাকওয়ার্থ লুইস মেনে তিন ওভারে পাকিস্তানকে ১৩৩ রান করতে হবে, তখনই এদেশে জয়ের সেলিব্রেশন শুরু হয়ে গিয়েছিল। কারণ, ভারতীয় সমর্থকরা বুঝেই গিয়েছিলেন কোনও অঘটন ঘটলেও পাকিস্তানের পক্ষে লক্ষ্যে পৌঁছনো সম্ভব নয়। আর বিশ্বকাপের মঞ্চে আরও একবার ভারতের কাছে হারের পরই সমর্থকদের রোষের মুখে পড়েছেন অধিনায়ক সরফরাজ খান-সহ গোটা পাক দল। তাঁদের যোগ্যতা, পরিশ্রম, ফিটনেস নিয়ে যেমন প্রশ্ন উঠতে শুরু করেছে, তেমনই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একের পর এক মিম এবং ফ্যানদের তির্যক মন্তব্য৷
[ আরও পড়ুন: আজ শাকিবদের চ্যালেঞ্জ ক্যাবিরিয়ান বোলিং, ঘুরে দাঁড়াতে মরিয়া গেইলরা]
সোমবার খেলা শেষের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সরফরাজদের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন এক পাক সমর্থক৷ তীব্র ভাষায় পাকিস্তান ক্রিকেট টিমের সমালোচনা করেন তিনি৷ পাকিস্তানের খেলোয়াড়দের ফিটনেস নিয়েও প্রশ্ন তোলেন তিনি৷ অদ্ভুতভাবে পরাজয়ের কারণ হিসাবে দায়ি করেন বার্গারকে৷ তিনি জানান, খেলা শুরুর আগে বার্গার খাওয়ার কারণে মাঠে যথাযথ পারফম্যান্স করতে পারেননি সরফরাজ, শোয়েব মালিকরা৷ তাঁরা কেবল লড়াই করতে পারেন, ক্রিকেট খেলতে পারেন না৷ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে পাক সমর্থকের এই ভিডিও৷ যা দেখে হাসির রোল উঠেছে নেটিজেনদের মধ্যে৷ এখানেই শেষ নয়, সোমবার খেলা চলাকালীন মাঠের মধ্যেই হাই তুলতে দেখা গিয়েছে পাক অধিনায়ককে৷ যা নিয়েও সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে মশকরা৷ বিষয়টি নিয়ে মজার মজার মিম শেয়ার করছেন নেটিজেনরা৷
[ আরও পড়ুন: পুলওয়ামার পর ম্যাচ বয়কটের দাবি জানানো গম্ভীরই কমেন্ট্রি করছেন ভারত-পাক মহারণে! ]
এদিকে, রবিবার অনবদ্য পারফম্যান্সের জন্য ভারতীয় ক্রিকেট দলকে শুভেচ্ছা জানিয়েছে কলকাতা পুলিশ৷ তবে একটু অন্যভাবে৷ সম্প্রতি ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে কটাক্ষ করে একটি বিজ্ঞাপন প্রকাশ করেছিল পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেল৷ ঠিক যেভাবে ওই বিজ্ঞাপনে অভিনন্দন বর্তমানকে কটাক্ষ করা হয়েছিল, কলকাতা পুলিশের শুভেচ্ছা বার্তাতেও ততটাই কটাক্ষ ছুঁড়ে দেওয়া হয়েছে পাকিস্তানের প্রতি৷
Pakistan lost the match just because of 🍔 burger
L lag gye 🤣😂🤣
Dil ro raha hai – 2019 edition
— Brajesh Kr Singh ✳️ (@brajeshjee)
— Kolkata Police (@KolkataPolice)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.