Advertisement
Advertisement
Satwik-Chirag

ফাইনালে খেলার স্বপ্ন অধরা, ইতিহাস গড়ে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ সাত্ত্বিক-চিরাগের

সেমিফাইনালে চিনের ই লিউ-বয়াং চেন জুটির বিরুদ্ধে কঠিন লড়াই করেও হার ভারতীয় জুটির।

Satwik-Chirag end Badminton World Championships campaign with bronze medal
Published by: Subhajit Mandal
  • Posted:August 31, 2025 11:33 am
  • Updated:August 31, 2025 11:33 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অধরা ফাইনালে খেলার স্বপ্ন। সেমিফাইনালে চিনের কঠিন প্রতিপক্ষের কাছে হার। তবু ইতিহাসের খাতায় নাম লেখাল ভারতের সাত্ত্বিকসাইরাজ রনকিরেড্ডি এবং চিরাগ শেট্টির জুটি। প্রথম ভারতীয় পুরুষ ডবলস জুটি হিসাবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে একাধিক পদক পেলেন সাত্ত্বিক-চিরাগ।

Advertisement

সেমিফাইনালে চিনের ই লিউ-বয়াং চেন জুটির বিরুদ্ধে কঠিন লড়াই করেও শেষমেশ হার মানতে হল ভারতের সেরা দুই তারকাকে। প্রথম সেটে টানটান লড়াইয়ের পর অলিম্পিক চ্যাম্পিয়নদের কাছে সাত্ত্বিকরা হারেন ১৯-২১ পয়েন্টে। দ্বিতীয় সেটে দুর্দান্ত কামব্যাক। এবার ২১-১৮ পয়েন্টে জেতেন সাত্ত্বিকরা। তৃতীয় সেটে অবশ্য ক্লান্ত দেখালো ভারতীয় জুটিকে। এবারে সাত্ত্বিক-চিরাগ হারল ১২-২১ পয়েন্টের ব্যবধানে।

তবে সেমিফাইনালে হারলেও ভারতীয় ব্যাডমিন্টনে ইতিহাস তৈরি করেছে সাত্ত্বিক-চিরাগ জুটি। ভারতের প্রথম পুরুষ ডবলস জুটি হিসাবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে একাধিক পদক জিতলেন তাঁরা। এর আগে ২০২২ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপেও ব্রোঞ্জ জিতেছিল চিরাগ-সাত্ত্বিক জুটি। এটাই চলতি প্রতিযোগিতায় ভারতের একমাত্র পদক। সাত্ত্বিক-চিরাগের এই পদক এ বছর ভারতেরও মুখরক্ষা করল। এটাই চলতি বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের একমাত্র পদক। গত ১৪ বছরে এই প্রতিযোগিতায় কখনও শূন্য হাতে ফিরতে হয়নি ভারতকে।

সেমিফাইনাল ম্যাচের পর হতাশ চিরাগ বলেছেন, “শেষ গেমের শুরুতে আমরা ছন্দ হারিয়ে ফেলেছিলাম। শুরুটা এক দমই ভাল হয়নি। কয়েকটা সহজ পয়েন্ট দিয়েছি।” চিনের জুটিকে কৃতিত্ব দিয়ে সাত্ত্বিক বলেছেন, ‘‘আমাদের প্রতিপক্ষ জুটি ভীষণ আত্মবিশ্বাসী ছিল। ওদের শরীরী ভাষাতেই বোঝা যাচ্ছিল, ওরা আমাদের থেকেও বেশি উপভোগ করছিল ম্যাচটা। আমরাও ভাল খেলেছি।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ