Advertisement
Advertisement
PV Sindhu

জাপান ওপেনেও হার, প্রথম রাউন্ডেই বিদায় সিন্ধুর, আদৌ ফর্মে ফিরবেন? খোঁচা নেটপাড়ার

দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন লক্ষ্য-সাত্ত্বিক-চিরাগরা

PV Sindhu out in first round of Japan Open

ছবি পিটিআই

Published by: Prasenjit Dutta
  • Posted:July 16, 2025 3:18 pm
  • Updated:July 16, 2025 3:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিছুতেই যেন ছন্দ ফিরে পাচ্ছেন না দু’বারের অলিম্পিক পদকজয়ী শাটলার পিভি সিন্ধু। জাপান ওপেনের সুপার ৭৫০ ইভেন্টে প্রথম রাউন্ড থেকেই ছিটকে গিয়েছেন তিনি। দক্ষিণ কোরিয়ার প্রতিপক্ষ সিম ইউ জিনের কাছে পরাস্ত হয়ে বিদায় নিতে হয়েছে সিন্ধুকে। এভাবেই চলতি বছর পঞ্চমবার প্রথম রাউন্ডে হেরে ছিটকে যেতে হল তাঁকে। আদৌ কি তিনি ফর্মে ফিরবেন? এ নিয়ে নেটিজেনরা তাঁকে খোঁচা দিতে ছাড়েননি।

Advertisement

ইউ জিন প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন। ২৬ বছর বয়সি শাটলারের সামনে রীতিমতো নাজেহাল অবস্থায় পড়তে হয় সিন্ধুকে। মাত্র ৩০ মিনিটের মধ্যেই ১৫-২১, ১৪-২১ ব্যবধানে নতি স্বীকার করতে বাধ্য হন ভারতীয় শাটলার। যদিও প্রথম গেমে কিছুটা ঝলক দেখানোর চেষ্টা করেন তিনি। তাতে শেষরক্ষা হয়নি। অত্যন্ত তীক্ষ্ণ ছিলেন কোরিয়ান শাটলার। মাথা ঠান্ডা রেখে সিন্ধুকে টপকে যেতে তাঁকে বিশেষ সমস্যায় পড়তে হয়নি।

দ্বিতীয় গেমের শুরুতেই ১-৬ ব্যবধানে পিছিয়ে পড়েন সিন্ধু। সেখান থেকে ম্যাচে ফিরে আসেন সিন্ধু। একসময় স্কোর লাইন ছিল ১১-১১। তবে, এর পরেই অপ্রতিরোধ্য হয়ে ওঠেন সিম। দুর্দান্ত স্কিল দেখিয়ে দ্বিতীয় গেমেও তিনি জিতে নেন। এই প্রথমবার তিনি সিন্ধুকে হারান। ম্যাচ হারের পর নেটপাড়ায় কটাক্ষের মুখে পড়তে হয়েছে। এক নেট নাগরিক লিখেছেন, ‘এবার অবসর নেওয়া উচিত সিন্ধুর। নিঃসন্দেহে দুর্দান্ত প্লেয়ার। কিন্তু এখন সেরা সময়ের মধ্যে নেই।’ আরেকজনের কথায়, ‘সিন্ধুর সময় শেষ।’ আরও একজনের কথায়, ‘দ্রুত অবসর নিলে তাঁর জন্য ভালো হবে। দিন-দিন তাঁর পারফরম্যান্স নিম্নগামী।’

অন্যদিকে, জাপান ওপেনের প্রথম দিনে সাফল্য পেয়েছেন লক্ষ্য সেন। তাছাড়াও পুরুষদের ডাবলস জুটি সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি দুর্দান্ত জয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন। ক্রমতালিকায় ১৮ নম্বরে থাকা লক্ষ্য চিনের ওয়াং ঝেং জিংকে ২১-১১, ২১-১৮ গেমে পরাজিত করেন। শেষ ষোলোয় তিনি মুখোমুখি হবেন, সপ্তম বাছাই জাপানি তারকার কোডাই নারাওকার। বিশ্বের প্রাক্তন নম্বর ১ জুটি সাত্ত্বিক এবং চিরাগ জুটি মাত্র ৪২ মিনিটে হারান কোরিয়ার কাং মিন হিউক এবং কিম ডং জু-র জুটিকে। খেলার ফলাফল ২১-১৮, ২১-১০। জাপান ওপেনে সিন্ধুর অভিযান শেষ হওয়ায় সকলের নজর এখন লক্ষ্য সেন এবং সাত্ত্বিক-চিরাগ জুটির দিকে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement