Advertisement
Advertisement
Pakistan Hockey Team

ভাঁড়ে মা ভবানী! প্রবল আর্থিক দৈন্যদশায় প্রো লিগ হকিতে খেলা অনিশ্চিত পাকিস্তানের

আন্তর্জাতিক হকি সংস্থা সরকারিভাবে চিঠি দিয়ে পাকিস্তানকে প্রো লিগ খেলার আমন্ত্রণ জানিয়েছে।

Pakistan uncertain in pro hockey league to fund crunch

ফাইল ছবি

Published by: Prasenjit Dutta
  • Posted:July 25, 2025 4:26 pm
  • Updated:July 25, 2025 4:26 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিকেট তো বটেই, এবার পাকিস্তান হকির অবস্থাও তথৈবচ। তাদের আর্থিক দৈন্যদশা এতটাই প্রকট যে, ২০২৫-২৬ প্রো লিগ খেলাও অনিশ্চিত হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে তারা টাকা চেয়ে আবেদন জানিয়েছে পাকিস্তান স্পোর্টস বোর্ডের কাছে। 

Advertisement

নিউজিল্যান্ড ২০২৪-২৫ মরশুমের নেশনস কাপ চ্যাম্পিয়ন। এর ফলে তারা ২০২৫-২৬ মরশুমের প্রো লিগে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে। যদিও ওই টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে নিউজিল্যান্ড। তাই আন্তর্জাতিক হকি সংস্থা সরকারিভাবে চিঠি দিয়ে পাকিস্তানকে প্রো লিগ খেলার আমন্ত্রণ জানিয়েছে। প্রো লিগে পাকিস্তান খেলবে কি না, তা ১২ আগস্টের মধ্যে নিশ্চিত করতে হবে।

ঘটনাচক্রে প্রো লিগ হকিতে অংশ নিতে পারবে কি না, তা নিয়ে দোলাচলে রয়েছে পাকিস্তান। কারণ আর্থিক দৈন্যদশায় বেশ সংকটের মধ্যে রয়েছে তাদের হকি সংস্থা। এই পরিস্থিতিতে পাকিস্তান স্পোর্টস বোর্ডের কাছে ২৫ লক্ষ ডলার (ভারতীয় মুদ্রায় ২১ কোটি ২০ লক্ষ টাকা) সাহায্য চেয়েছেন পাকিস্তানের হকি কর্তারা। এই টাকা না পেলে পাকিস্তানের প্রো লিগ হকিতে অংশ নেওয়া কঠিন। সেই কারণে আন্তর্জাতিক হকি ফেডারেশনকে এখনও পর্যন্ত এই টুর্নামেন্টে খেলার ব্যাপারে কিছু জানতে পারেনি পাকিস্তান। এই পরিস্থিতিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আসরে নামতে পারেন বলে সূত্রের খবর।

উল্লেখ্য, এমনিতেও পাকিস্তান হকি দলের মান নিম্নগামী। টানা তিনবার অলিম্পিকে খেলার ছাড়পত্র পায়নি তারা। শেষ তিনটে বিশ্বকাপের দু’টিতে খেলেনি। এই পরিস্থিতিতে প্রো লিগে খেলতে না পারলে সেটা পাকিস্তান হকির জন্য ভালো বিজ্ঞাপন হবে না। উল্লেখ্য, এই টুর্নামেন্টে ন’টি দল অংশ নেবে। ইতিমধ্যেই যোগ্যতা অর্জন করেছে ভারত, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, বেলজিয়াম, জার্মানি, নেদারল্যান্ডস এবং স্পেন। নবম দল হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছে পাকিস্তানকে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ