সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজনৈতিক সংঘাতের উত্তাপ খেলার মাঠেও! ভারতীয় প্রতিপক্ষের কাছে হেরে হাত মেলাতে অস্বীকার করলেন পাক টেনিস খেলোয়াড়। অনূর্ধ্ব-১৬ ডেভিস কাপে পাক প্রতিযোগীর এমন অখেলোয়াড়সুলভ আচরণের ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
গত কয়েকদিন ধরে কাজাখস্তানে চলছিল এশিয়া-ওশেনিয়া অনূর্ধ্ব-১৬ ডেভিস কাপ। গত শনিবার সেই টুর্নামেন্টে মুখোমুখি হয় ভারত-পাকিস্তান। প্রথম দু’টি সিঙ্গলসেই জিতে যান ভারতের দুই প্রতিযোগী প্রকাশ সারান এবং তাভিশ পাহওয়া। ওই ম্যাচের শেষেই অখেলোয়াড়সুলভ আচরণ করতে দেখা যায় পাক টেনিস খেলোয়াড়কে। সেই ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
ভিডিওতে দেখা যাচ্ছে, ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর প্রথামাফিক হাত মেলানোর জন্য এগিয়ে যান ভারতের খেলোয়াড়। কিন্তু উলটোদিকে থাকা পাক প্রতিযোগী একেবারে তাচ্ছিল্যের ভঙ্গিতে হাতে ধাক্ক মেরে চলে যান। সম্ভবত নিজের ভুল বুঝতেই আবার ফিরে আসেন। কিন্তু দ্বিতীয়বারেও ভারতীয় খেলোয়াড়ের হাতে আঘাত করেন। তৃতীয়বার হাত মেলালেও তা মোটেও খেলোয়াড়ি মানসিকতার পরিচয় ছিল না, বরং সেই করমর্দনে ঝরে পড়ছিল তাচ্ছিল্য এবং অসম্মান। তবে বেশ কিছুক্ষণ ধরে এমন অপমান সহ্য করেও শান্তভাবে প্রতিপক্ষের সঙ্গে হাত মেলানোর জন্য অপেক্ষা করছিলেন ভারতের খেলোয়াড়।
🇮🇳 India – 🇵🇰 Pakistan Handshake Drama at the Junior Davis Cup in Kazakhstan
India beat Pakistan 2-0
— Indian Tennis Daily (ITD) (@IndTennisDaily)
এই ভিডিও ভাইরাল হতেই ক্ষোভে ফেটে পড়েছেন নেটিজেনরা। যেভাবে প্রতিপক্ষকে অসম্মান করেছেন পাক প্রতিযোগী, সেই আচরণকে ধিক্কার জানিয়েছেন অনেকেই। আবার কারোওর মতে, ভারতীয়দের প্রতি পাকিস্তানিদের যদি এমন ব্যবহার থাকে তাহলে তাদের পালটা দেওয়া উচিত। প্রসঙ্গত, পহেলগাঁও হামলা এবং তারপরে অপারেশন সিঁদুর ঘিরে গত একমাস ধরে ভারত-পাক সম্পর্কে ব্যাপক অবনতি ঘটেছে। কিন্তু রাজনৈতিক সম্পর্কের প্রভাবে খেলার মাঠেও প্রতিপক্ষের সঙ্গে খারাপ আচরণ কেন? উঠছে প্রশ্ন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.