Advertisement
Advertisement
Odisha para-athlete

মর্মান্তিক! ওড়িশায় কুকুরের কামড়ে প্রাণ হারালেন জাতীয় স্তরের প্যারা-অ্যাথলিট

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া। 

Odisha para-athlete dies after being bitten by dog
Published by: Prasenjit Dutta
  • Posted:August 10, 2025 6:45 pm
  • Updated:August 10, 2025 6:47 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মর্মান্তিক ঘটনা! ওড়িশায় কুকুরের কামড়ে মৃত্যু হল জাতীয় স্তরের প্যারা-অ্যাথলিট যোগেন্দ্র ছত্রিয়ার। তাছাড়াও মৃত্যু হয়েছে আরও এক ব্যক্তিরও। দু’জনেরই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে বলে এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর।

Advertisement

জানা গিয়েছে, ওড়িশার বোলাঙ্গির জেলার বাসিন্দা যোগেন্দ্র। ২৩ জুলাই বেশ কয়েকজনের সঙ্গে রাস্তা দিয়ে হাঁটছিলেন যোগেন্দ্র। সেই সময় একটি কুকুর ওই অ্যাথলিট-সহ ছ’জনকে কামড়ায়। আহতদের দ্রুত বোলাঙ্গির জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বুরলাতে স্থানান্তরিত করা হয় তাঁদের।

আক্রান্তদের মধ্যে প্যারা অ্যাথলিট যোগেন্দ্র ছত্রিয়া (৩৩) এবং হৃষিকেশ রানা (৪৮) শনিবার (৯ জুলাই) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বাকি চারজন সুস্থ হয়ে উঠেছেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া। 

গত মাসেই উত্তরপ্রদেশে রাজ্যস্তরের এক কবাডি খেলোয়াড় ব্রিজেশ সোলাঙ্কির মৃত্যু হয়েছিল কুকুরছানার কামড়ে। তাকে উদ্ধার করলেও কামড় খেতে হয় রাজ্যস্তরের কবাডি খেলোয়াড় ব্রিজেশ সোলাঙ্কিকে। ছোট্ট ছানার কামড়কে খুব একটা গুরুত্ব দেননি তিনি। এমনকী জলাতঙ্ক প্রতিরোধী কোনও টিকাও নেননি। কিন্তু কে জানত এর জন্য প্রাণ হারাতে হবে তাঁকে! হাসপাতালে নিয়ে গেলেও প্রাণে বাঁচানো যায়নি তাঁকে। এবার প্রাণ হারালেন ওড়িশার প্যারা-অ্যাথলিট। উল্লেখ্য, ২০২৪ সালে ৩৭ লক্ষেরও বেশি কুকুরের কামড়ের ঘটনা ঘটেছে। এরমধ্যে ৫৪ জনের মৃত্যু হয়েছে জলাতঙ্কের কারণে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ