সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উইম্বলডনে আরও একটি সহজ জয় নোভাক জকোভিচের। ঘাসের কোর্টে অষ্টমবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে এগোচ্ছেন সার্বিয়ান তারকা। থার্ড রাউন্ডে স্বদেশীয় কেকমানোভিচকে হারিয়ে রেকর্ড গড়ে রজার ফেডেরার, মার্টিনা নাভ্রাতিলোভাকে ছুঁয়ে ফেললেন তিনি। তার সঙ্গে ম্যাচের পর চর্চায় মেয়ের সঙ্গে জকোভিচের অভিনব নাচ।
সেন্টার কোর্টে জকোভিচ জেতেন ৬-৩, ৬-০, ৬-৪ স্ট্রেট সেটে। স্বদেশীয় প্রতিদ্বন্দ্বী লড়াইয়ের কোনও জায়গাই পাননি। মাত্র এক ঘণ্টা ৪৭ মিনিটে ম্যাচ জিতে নেন তিনি। এই নিয়ে উইম্বলডনে ১০০টি জয় হয়ে গেল জোকারের। যে রেকর্ড আগে ছিল শুধু ফেডেরার ও নাভ্রাতিলোভার। শেষ ষোলোয় তাঁর সামনে অ্যালেক্স ডি মিনাউর।
ম্যাচের পর সেন্টার কোর্টে দাঁড়িয়ে জকোভিচ যখন কথা বলছিলেন, তখন ক্যামেরায় ধরা পড়ল তাঁর ৭ বছর বয়সি মেয়ে তারা। সেই প্রথমে অভিনব নাচ শুরু করে। দুই হাত মুঠো করে নীচে নামানো, আবার একইভাবে দুই দিকে ঝাঁকানো, এভাবে নাচতে থাকে সে। প্রথমে জকোভিচ বিষয়টি খেয়াল করেননি। পরে চোখ পড়তে তিনিও সেভাবেই নেচে ওঠেন।
কিন্তু এই নাচের অর্থ কী? জকোভিচ নিজেই বলছেন, “সার্বিয়ার ভাষায় এটাকে বলে পাম্পা। ইংরেজিতে যার অর্থ পাম্প ইট আপ।” আর বাংলায় এটাকে বোঝানো যেতে পারে কাউকে উৎসাহ দেওয়া অর্থে। জকোভিচ ও তারা যখন নাচের ছন্দে সেলিব্রেট করছে, তখন অল ইংল্যান্ড ক্লাবের দর্শকরাও উচ্ছ্বসিত হয়ে ওঠে।
Celebrating with the ones who matter the most ♥️
We’ve got another Djokovic celebration to add to the list – and his daughter Tara gave Centre Court a fantastic demonstration 😁
— Wimbledon (@Wimbledon)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.