Advertisement
Advertisement
Rohan Bopanna

‘ওল্ড বাট গোল্ড’! বোপান্নাকে পাশে নিয়ে ভারতের প্রশংসায় জকোভিচ, দেখুন ভিডিও

ভারতের মাটিতে একসঙ্গে খেলার সম্ভাবনা দুই কিংবদন্তির!

Novak Djokovic and Rohan Bopanna reflect on being oldest world no 1

'ওল্ড বাট গোল্ড', জকোভিচ ও বোপান্না।

Published by: Arpan Das
  • Posted:April 9, 2024 5:57 pm
  • Updated:April 9, 2024 5:58 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স সংখ্যামাত্র! সেটা বারবার প্রমাণ করছেন রোহন বোপান্না (Rohan Bopanna)। ৪৪ বছর বয়সেও অনায়াসে অস্ট্রেলীয় ওপেন জিতেছেন। আরেকজন নোভাক জকোভিচ (Novak Djokovic)। বয়সে বোপান্নার থেকে বছর কয়েক কম হলেও বুড়ো হাড়ে ভেলকি দেখান তিনিও। অবশেষে দেখা হল দুই ‘বৃদ্ধ’র। কথায় কথায় উঠে এল তাঁদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা।

Advertisement

গত রবিবার রজার ফেডেরারের আরও একটি রেকর্ড ভেঙে দেন জকোভিচ। সবচেয়ে বেশি বয়সে সিঙ্গলসে এক নম্বর হিসেবে থাকার নজির গড়লেন ২৪ গ্র্যান্ডস্লামের মালিক। অন্যদিকে রোহন বোপান্না এই মুহূর্তে ডাবলস র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে আছেন। বিশ্ব টেনিসের দুই ফার্স্ট বয়ের দেখা হতেই জমে উঠল অনেক গল্প আর আড্ডা। স্মৃতির ঝাঁপি খুলে দুই কিংবদন্তি উজাড় করে দিলেন নিজেদের অভিজ্ঞতার ঝুলি।

[আরও পড়ুন: নাইট সমর্থককে ঢুকতে বাধা চেন্নাইয়ের চিপকে! ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক]

কীভাবে এই বয়সেও অনায়াসে কোর্ট শাসন করেন দুজনে? বোপান্না জোর দিচ্ছেন অভিজ্ঞতার উপরে। সার্বিয়ান তারকা এর সঙ্গে যোগ করতে চান একাগ্রতা আর কঠোর পরিশ্রম। একে-অপরকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন দুজনেই। জকোভিচ বলেন, “আমাদের দেখা হওয়াটা সার্বিয়ান টেনিস আর ভারতীয় টেনিস, দুপক্ষের জন্যই ভালো খবর। আশা করি আমরা একসঙ্গে ভারতের মাটিতে খেলতে পারব। সেটা দারুণ অভিজ্ঞতা হবে। উই আর ওল্ড বাট গোল্ড।”

তবে শুধু বোপান্না নন, ‘জোকার’ মনে করিয়ে দিচ্ছেন সানিয়া মির্জা, মহেশ ভূপতি আর লিয়েন্ডার পেজের অবদানের কথা। তাঁদের মিলিত চেষ্টাতে ভারতের টেনিস এই উচ্চতায় পৌঁছেছে। আপাতত দুই ‘বৃদ্ধ’ মিলে সামলাচ্ছেন পুরুষদের টেনিসের রাজ্যপাট। তিরিশের গণ্ডি পার করার পর আরও তীক্ষ্ণ হয়ে উঠেছেন দুজনে। টেনিস জীবনের বেশিরভাগ ট্রফিই তাঁরা জিতেছেন মধ্য তিরিশের পর।

[আরও পড়ুন: ‘আমি হিসেব রাখি না’, আইপিএলে নয়া রেকর্ড গড়েও ‘অভিমানী’ জাদেজা]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ