প্রতীকী ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার ভারতীয় দলের হয়ে খেলতে পারবেন ‘বিদেশি’রাও! সেরকম প্রস্তাবই আনা হয়েছে নতুন জাতীয় ক্রীড়া নীতিতে। মঙ্গলবার জাতীয় ক্রীড়া নীতি ২০২৫-এ অনুমোদন দিয়েছে কেন্দ্র। সেই নীতিতেই বলা হয়েছে, ভারতীয় বংশোদ্ভূত বিদেশিরাও এবার ভারতের প্রতিনিধিত্ব করতে পারবেন।
বর্তমান নিয়ম অনুযায়ী, কেবল ভারতের পাসপোর্টধারীরাই জাতীয় দলের হয়ে খেলতে পারেন। কিন্তু নতুন খেলো ভারত নীতিতে বলা হয়েছে, ক্রীড়ার মাধ্যমে শান্তি এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করতে চায়। আন্তর্জাতিক কূটনীতিতে অন্যতম অস্ত্র হয়ে উঠতে পারে খেলাধুলা। তাই সম্ভব হলে প্রতিভাবান ভারতীয় বংশোদ্ভূতদের ভারতীয় দলের হয়ে খেলার জন্য উৎসাহিত করা হবে। বিদেশ থেকে ফিরে তাঁরা যেন ভারতের হয়ে খেলেন, সেই চেষ্টা করা হবে। উল্লেখ্য, ভারতীয় বংশোদ্ভূত বিদেশিদের ভারতীয় দলের হয়ে খেলার উপর আপাতত নিষেধাজ্ঞা চাপানো রয়েছে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই AIFF-এর দাবি ছিল ভারতীয় বংশোদ্ভূতদের জাতীয় দলে খেলার অনুমতি দেওয়া হোক। এই মর্মে বেশ কয়েকদিন আগেই কেন্দ্রের সঙ্গে আলোচনায় বসেছে ফেডারেশন। নাম প্রকাশে অনিচ্ছুক এক এআইএফএফ কর্তা বলেন, “আমাদের প্রেসিডেন্ট একাধিক সরকারি দপ্তরের সঙ্গে কথা বলেছেন। বিষয়টি নিয়ে আপাতত ইতিবাচক ইঙ্গিত মিলেছে। আমাদের হাতে অবশ্য কিছু নেই। কিন্তু শেষ পর্যন্ত সরকার আমাদের কথায় সায় দেবে, সেই নিয়ে আমরা আশাবাদী।”
তবে প্রবাসী ভারতীয়রা জাতীয় দলের জার্সিতে খেললেই যে রাতারাতি সাফল্য আসবে না, সেটাও মনে রাখতে বলছেন ওই ফেডারেশন কর্তা। তাঁর কথায়, প্রবাসী ভারতীয়রা যদি জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পান তাহলে প্রথম একাদশ গড়ার জন্য অনেক বিকল্প থাকে হাতে। তাছাড়াও এই ফুটবলাররা অনেক উন্নতমানের লিগে ক্লাব ফুটবল খেলে থাকেন। তাঁদের অভিজ্ঞতা, দক্ষতা থেকে সমৃদ্ধ হতে পারে ভারতীয় ফুটবল। তবে প্রবাসী ভারতীয়রা এলেই পরপর জিততে শুরু করবে এমন আশা না রাখাই উচিত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.