সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিপদে পড়েছিল এক কুকুরছানা। তাকে উদ্ধার করলেও কামড় খেতে হয় রাজ্য স্তরের কাবাডি খেলোয়াড় ব্রিজেশ সোলাঙ্কিকে। ছোট্ট ছানার কামড়কে খুব একটা গুরুত্ব দেননি তিনি। এমনকী জলাতঙ্ক প্রতিরোধী কোনও টিকাও নেননি। কিন্তু কে জানত এর জন্য প্রাণ হারাতে হবে তাঁকে!
উত্তরপ্রদেশের ফারানা গ্রামের বাসিন্দা ব্রিজেশ। একটি কুকুরছানাকে নালা থেকে উদ্ধার করার সময়েই কামড় খেতে হয় তাঁকে। ঘটনার তিন মাস বাদে এরই মাশুল গুনে জলাতঙ্কে প্রাণ হারাতে হল তাঁকে। ব্রিজেশের ভাই সন্দীপ বলেন, “একটা কুকুরছানা ড্রেনে পড়ে গিয়েছিল। তাকে উদ্ধার করে ও। তখন কামড় খেতে হয়েছিল। ২৮ জুন মারা যায় ব্রিজেশ।” সন্দীপ জানিয়েছেন, ২৬ জুন তাঁর ভাইয়ের শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয়। এরপরেই শারীরিক অবস্থার অবনতি হয় ব্রিজেশের। সন্দীপের কথায়, “২০-২৫ জনের সঙ্গে অনুশীলন করছিল। সেই সময় আচমকাই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়।”
সন্দীপের অভিযোগ, সরকারি হাসপাতালগুলি তাঁর দাদাকে ভর্তি নিতে চায়নি। তাঁর মন্তব্য, “আলিগড়ের একটি বেসরকারি হাসপাতাল জানায়, কোনও কুকুর বা বানর কামড়েছে। আমাদের আলিগড় মেডিক্যাল কলেজ বা দিল্লিতে নিয়ে যেতে বলা হয়েছিল। সেইমতো ব্রিজেশকে মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। কিন্তু তারা দাদাকে ভর্তি নিতে চায়নি। আমাদের আবেদনেও কোনও কর্ণপাত করেনি।”
উল্লেখ্য, মৃত্যুর কয়েকদিন আগে একটি ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়। সেখানে ব্রিজেশকে বিছানায় শুয়ে যন্ত্রণায় কাতরাতে দেখা যায়। তাঁর কোচ প্রবীণ কুমার বলেন, “ব্রিজেশ ভেবেছিল ওর হাতের চোটটা কাবাডি খেলতে গিয়ে পাওয়া। সেটাই বড় ভুল করে ফেলল! কামড়টা সামান্যই ছিল। তাই হয়তো সেভাবে পাত্তা দেয়নি। যার মাশুল দিতে হল।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.