Advertisement
Advertisement
Bridge Player

বিল গেটসের সঙ্গে জমেছিল তাস, বাংলায় অ্যাকাডেমি গড়তে চান দেশের প্রাক্তন সেরা ব্রিজ খেলোয়াড়

কেমন ছিল বিল গেটসের সঙ্গে খেলার অভিজ্ঞতা?

India's former number 1 bridge player Debasish Roy who played cards with Bill Gates wants to open an academy
Published by: Arpan Das
  • Posted:April 30, 2025 5:08 pm
  • Updated:April 30, 2025 7:07 pm   

প্রসূন বিশ্বাস: কথায় বলে তাস, দাবা, পাশা, তিন সর্বনাশা। কিন্তু সেই তাসই যদি বিশ্বমঞ্চে দেশের নাম উজ্জ্বল করে? আমন্ত্রণ আসে বিল গেটস বা ওয়ারেন বাফেটের মতো স্বনামধন্যদের সঙ্গে ব্রিজ খেলার? ‘সর্বনাশা’ তাসের সৌজন্যেই সেই সৌভাগ্য অর্জন করেছিলেন বাংলার দেবাশিস রায়। এখন দেবাশিস বাবুর লক্ষ্য, বাংলায় তাসের অ্যাকাডেমি তৈরি করার।

Advertisement

একসময় দেশের এক নম্বর তাস খেলোয়াড়ও ছিলেন তিনি। এক নম্বর থাকতে থাকতেই অবসর নেন। বর্তমানে ব্রিজ ফেডারেশন অব ইন্ডিয়ার সচিব। ২০১১ সালে আমেরিকার একটা টুর্নামেন্টে ভারতের একটা দলকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই দলে ছিলেন দেবাশিস রায়। সেই সময় তিনি বিল গেটসের সঙ্গে এক টেবিলে খেলেছেন। আর শুধু বিল গেটসই নন, পরে তাঁকে নিমন্ত্রণ করেছিলেন ওয়ারেন বাফে। আমেরিকার এই শিল্পপতি পরিচিত ‘ওরাকল অফ ওমাহা’ নামে।

India's former number one bridge player Debasish Roy who played cards with Bill Gates wants to open an academy
ওয়ারেন বাফেটের সঙ্গে। ছবি দেবাশিস রায়ের সৌজন্যে।

সেখানে দেবাশিস বাবুর পার্টনার ছিলেন বিশ্বচ্যাম্পিয়ন বম হ্যামান। টিম ইভেন্টে তৃতীয় স্থান পেয়েছিলেন তাঁরা। কেমন ছিল বিল গেটসের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা? দেবাশিস বাবু বলছেন, “উনি অসাধারণ প্লেয়ার। বহু পেশাদার প্লেয়ারের থেকে কয়েক গুণে ভালো। আর মনে রাখতে হবে ওই সময় গেটস বিশ্বের এক নম্বর ধনী ব্যক্তি। কিন্তু উনি ও ওঁর স্ত্রী আমার সঙ্গে যেভাবে মিশেছিলেন, তাতে সেটা একেবারেই মনে হয়নি। যেন একেবারে মাটির মানুষ।”

India's former number one bridge player Debasish Roy who played cards with Bill Gates wants to open an academy
বিল গেটসের চিঠি। ছবি: দেবাশিস রায়ের সৌজন্যে

পেশাদারভাবে ব্রিজ খেলা ছাড়লেও বর্তমানে দেবাশিস বাবু প্রশাসক হিসেবে যুক্ত। মে মাসে কলকাতার বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে বসতে চলেছে জাতীয় পর্যায়ের ব্রিজ প্রতিযোগিতা। তারও অন্যতম উদ্যোক্তা তিনি। গোটা দেশ থেকে ৭৫টি কর্পোরেট দল অংশ নিতে চলেছে এই প্রতিযোগিতায়। এবারের প্রতিযোগিতায় ৫০০ বেশি প্রতিযোগী থাকবে। ভারতের পাশাপাশি নরওয়ে, ইজরায়েলের খেলোয়াড়রাও অংশ নেবেন। দেবাশিস বাবুর বক্তব্য, বাংলায় ব্রিজের প্রবল সম্ভাবনা রয়েছে। অনেক প্রতিভাবান প্লেয়ার আছে। কিন্তু সেভাবে কোনও প্রচার নেই।” ফলে বাংলায় অ্যাকাডেমি করার পরিকল্পনা রয়েছে দেবাশিস বাবুর।

India's former number one bridge player Debasish Roy who played cards with Bill Gates wants to open an academy
ওয়ারেন বাফেটের চিঠি। ছবি দেবাশিস রায়ের সৌজন্যে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ