Advertisement
Advertisement
Olympics 2036

লক্ষ্য ২০৩৬ অলিম্পিক আয়োজন, আহমেদাবাদকে আয়োজক বেছে বড় পদক্ষেপ ভারতের

সুইজারল্যান্ডের লোজানে অলিম্পিক কমিটির সদর দপ্তরে বৈঠক করেছে ভারতের প্রতিনিধিদল।

India's big step in setting its sights on hosting the 2036 Olympics, Ahmedabad selected as the host

ফাইল ছবি

Published by: Prasenjit Dutta
  • Posted:July 2, 2025 4:36 pm
  • Updated:July 2, 2025 4:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০৩৬ অলিম্পিক আয়োজনে মরিয়া ভারত। আগেই আন্তর্জাতিক অলিম্পিক কমিটিকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছিল ভারতীয় অলিম্পিক সংস্থা। আর এবার ভারতের এক প্রতিনিধিদল সুইজারল্যান্ডের লোজানে তিনদিনের সফরে গিয়েছে। এখানেই অবস্থিত অলিম্পিক কমিটির সদর দপ্তর। জানা গিয়েছে, ভারতের পক্ষ থেকে আহমেদাবাদকে অলিম্পিক আয়োজনের সম্ভাব্য স্থান হিসেবে তুলে ধরা হয়েছে।

প্রসঙ্গত, ২০২৩ সালে অলিম্পিক আয়োজনের জন্য বিড জমা দিয়েছিল ভারত। এর দু’বছর পর গুজরাটের ক্রীড়ামন্ত্রী হর্ষ সাংঘভির নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে অলিম্পিক কমিটির সদর দপ্তরে গিয়েছে ভারত। প্রতিনিধিদলে রয়েছেন ভারতীয় অলিম্পিক সংস্থার প্রেসিডেন্ট পি টি ঊষা, গুজরাটের মুখ্য ক্রীড়া সচিব অশ্বিনী কুমার, ক্রীড়া দপ্তরের সচিব হরিরঞ্জন রাও এবং আরবান সেক্রেটারি তেন্নারাসান।

তবে ২০৩৬ অলিম্পিকের আয়োজক কে হবে, সে ব্যাপারে জানতে এখনও কিছু দিন অপেক্ষা করতে হবে। কারণ নব নির্বাচিত অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট কির্স্টি কভেন্ট্রি সম্প্রতি এ কথা ঘোষণা করেছেন। তাতে অবশ্য ভারতের উদ্যোগে কোনও প্রভাব পড়বে না বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। সূত্রের খবর, অলিম্পিক কমিটির সদর দপ্তরে বিভিন্ন আন্তর্জাতিক ক্রীড়া সংস্থার সঙ্গে মিটিংয়ে অংশ নিয়েছে ভারতের প্রতিনিধিদল। সেখানেই আহমেদাবাদকে অলিম্পিকের সম্ভাব্য স্থান হিসেবে তুলে ধরা হয়েছে।

প্রতিনিধিদলের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “আমাদের আলোচনায় আহমেদাবাদকে অলিম্পিকের সম্ভাব্য ভেন্যু হিসেবে তুলে ধরা হয়েছে। প্রচেষ্টায় সফল করার ব্যাপারে সব দিক থেকে চেষ্টা থাকবে। ভবিষ্যতের জন্য এই বৈঠকের প্রয়োজনীয়তা অপরিসীম।” অন্যদিকে পিটি ঊষা বলেছেন, “ভারতে অলিম্পিক আয়োজন হলে তা দেশবাসীর কাছে বিরাট প্রভাব ফেলবে। তাতে অনুপ্রেরণা পাবে কয়েক প্রজন্ম।” তবে এদেশে এদেশে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ অলিম্পিক আয়োজনে খরচের অঙ্কটা ৩৪ হাজার ৭০০ কোটি থেকে ৬৪ হাজার কোটি টাকা পর্যন্ত খরচ হতে পারে। প্যারিস অলিম্পিকে খরচ হয়েছিল ৩২ হাজার ৭৬৫ কোটি টাকা। কিন্তু ভারত ২০৩৬ অলিম্পিক আয়োজন করতে চাইলে তার দ্বিগুণেরও বেশি খরচ হতে পারে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement