সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁওয়ে জঙ্গিহানার ঘটনায় শোকস্তব্ধ দেশবাসী। রয়েছে ক্ষোভের আগুন। ভূস্বর্গে নিরীহ পর্যটকদের নৃশংস হত্যার জন্য যে পাকিস্তানের মদত রয়েছে, এরকম ইঙ্গিতও রয়েছে। কূটনৈতিকভাবে লড়াইয়ের পাশাপাশি দুদেশের মধ্যে খেলাধুলো বন্ধ করারও প্রস্তাব উঠছে। এর মধ্যেই খেলার মাঠে পাক বাহিনীকে চুরমার করল ভারত।
মাস কয়েক আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানকে দুরমুশ করেছিলেন রোহিত-বিরাটরা। এমনিতে দু’দেশের মধ্যে ক্রিকেট ম্যাচ চিরতরে বন্ধ করে দেওয়ার প্রস্তাব উঠছে অনেক মহলে। কিন্তু দুপক্ষ মুখোমুখি হলে যে ভারতই বাজিমাত করবে, তা যেন ফের প্রমাণিত হল। এবার সাফল্য এনে দিলেন ভারতের মেয়েরা। তবে সেটা ক্রিকেট বা ফুটবলে নয়, বেসবল টুর্নামেন্টে। সেখানে পাকিস্তানকে ২-১ ব্যবধানে হারায় ভারতের মেয়েরা।
বিএফএ মহিলাদের বেসবল এশিয়া কাপের যোগ্যতা অর্জন পর্বে মুখোমুখি হয়েছিল দুই দল। থাইল্যান্ডে শেষ ইনিং পর্যন্ত ফলাফল ছিল ১-১। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। কিন্তু শেষ পর্যন্ত ধরিত্রী মাথা ঠান্ডা রেখে হোম রান নিয়ে ভারতকে ম্যাচ জেতান। মহিলাদের বেসবল টুর্নামেন্ট নিয়ে এমনিতে ভারতের ক্রীড়াপ্রেমীরা মাথা না ঘামালেও পহেলগাঁও জঙ্গিহানার পর ভারত-পাক ম্যাচ নিয়ে উন্মাদনা তুঙ্গে।
মনে করা হচ্ছে, এই কঠিন সময়ে মহিলা বেসবল দলের পারফরম্যান্স আলাদা শক্তি জোগাবে। বিশেষ করে, পাকিস্তানের বিরুদ্ধে জয়, দেশের একতাই প্রমাণ করে। তাছাড়া এই টুর্নামেন্টে পরপর দুটি ম্যাচ জিতে যোগ্যতা অর্জনের দিকে অনেকটা এগিয়ে গেল ভারত। উল্লেখ্য, ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ। এবার সম্ভবত আর আইসিসি ইভেন্টেও পাকিস্তানের মুখোমুখি হতে চাইছে না ভারত। পহেলগাঁও হামলার প্রতিবাদে বিরাট সিদ্ধান্তের পথে ভারতীয় বোর্ড। আগামী দিনে কোনও আইসিসি ইভেন্টে যাতে ভারত এবং পাকিস্তানকে এক গ্রুপে না রাখা হয়, সেই মর্মে আইসিসিকে চিঠি দিচ্ছে ভারতীয় বোর্ড।
INDIA WOMEN’S TEAM BEATS PAKISTAN 🔥
Our Women’s Baseball team defeated Pakistan 2-1 BFA Baseball Asia Cup Qualifiers 🇹🇭
Consecutive win for India, Well Done Girls 🇮🇳❤️
— The Khel India (@TheKhelIndia)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.