সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে একদিনে তিন সোনা জিতলেন ভারতীয় অ্যাথলিটরা। সঙ্গে এসেছে আরও দু’টি রুপো এবং একটি ব্রোঞ্জ। সবমিলিয়ে পাঁচটি সোনা, ছ’টি রুপো এবং ৩টি ব্রোঞ্জ তৃতীয় দিনের শেষে এসেছে ভারতের ঝুলিতে। বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার গুমিতে ভারতের হয়ে প্রথম সোনাটি জেতেন অবিনাশ সাবলে। দিনের দ্বিতীয় সোনাটি আনেন জ্যোতি ইয়াররাজি। তৃতীয় সোনাটি ভারত পেল মহিলাদের ৪x৪০০ মিটার রিলেতে।
বৃহস্পতিবার ৩ হাজার মিটার স্টিপলচেজে ৮:২০.৯২ মিনিটে দৌড় শেষ করেন সাবলে, এটাই মরশুমে তাঁর সেরা সময়। এর আগে এশিয়ান গেমসেও এই ইভেন্টে সোনা জিতেছেন অবিনাশ। উল্লেখ্য, ১৯৮৯ সালে প্রথম ভারতীয় হিসেবে ৩০০০ মিটার স্টিপলচেজে সোনা জিতেছিলেন দিনা রাম। তাঁর পর রেকর্ড বুকে নিজের নাম তুলেছেন সাবলে। পুরুষদের ৩০০০ মিটার স্টিপলচেজে ভারতের ৩৬ বছরের স্বর্ণপদকের অপেক্ষার অবসান ঘটিয়েছেন।
দিনের দ্বিতীয় সোনাটি আনেন জ্যোতি ইয়াররাজি। ১০০ মিটার হার্ডলসে ১২.৯৬ সেকেন্ড সময় নিয়ে চ্যাম্পিয়ন হন তিনি। জাপানের তানাকা এবং চিনের উ-কে পিছনে ফেলে ভারতকে চতুর্থ সোনা এনে দেন জ্যোতি। প্রতিযোগিতার গত সংস্করণেও সোনা জিতেছিসেন তিনি। এই ইভেন্টে এশিয়ান গেমসে রুপো পেলেও এদিন সকলকে টেক্কা দিলেন জ্যোতি, গড়লেন নতুন কোর্স রেকর্ডও।
তৃতীয় সোনাটি ভারত পেল মহিলাদের ৪x৪০০ মিটার রিলেতে। রূপল, শুভা ভেঙ্কটেশন, রাজিতা কুঞ্জ এবং জিসনা ম্যাথু ৩:৩৪.১৮ মিনিটে দৌড় শেষ করলেন, যা চলতি মরশুমে তাঁদের সেরা পারফরম্যান্স। অবশ্য নিজেদের সেরা সময়ে দৌড় শেষ করেও ৪x৪০০ মিটার রিলেতে দ্বিতীয় হল ভারতের পুরুষ দল। এছাড়া লং জাম্পে অ্যান্সি সোজান রুপো এবং শৈলী সিং ব্রোঞ্জ পেয়েছেন এদিন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.