সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত মাসে চিনে আয়োজিত এশিয়ার গেমসে দুরন্ত পারফর্ম করেছেন ভারতীয় অ্যাথলিটরা। পদক জয়ের নিরিখে প্রথমবার সেঞ্চুরি পেরিয়েছে ভারত। এশিয়ান প্যারা গেমসেও (Asian Para Games 2023) সেই একই গতিতে ছুটছেন এ দেশের প্যারা অ্যাথলিটরা। গেমসের দ্বিতীয় দিনের শেষে ভারতের ঝুলিতে ৩৫টি পদক।
মঙ্গলবার মোট ১৮টি পদক এসেছে দেশে। যার মধ্যে চারটি সোনা। প্রতিযোগিতার প্রথম দিনই ১৭টি পদক জিতেছিলেন প্যারা অ্যাথলিটরা। যার মধ্যে ছটি সোনা। আর ৩৫টি পদক জয়ের সৌজন্যে তালিকার চতুর্থ স্থান দখল করল ভারত। দশটি সোনার পাশাপাশি ১২টি রুপো এবং ১৩টি ব্রোঞ্জ পদকের মালিক হয়েছেন এদেশের প্যারা অ্যাথলিটরা। প্রত্যাশিতভাবেই পদক তালিকার শীর্ষে চিন (১৫৫)। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে ইরান (৪৪) এবং উজবেকিস্তান (৩৮)।
শুধু পদক জয়ই নয়, একাধিক নজিরও গড়েছেন প্যারা অ্যাথলিটরা। প্রথম ভারতীয় হিসেবে প্যারা ক্যানোয়ে সোনা জিতলেন প্রাচী যাদব। এর আগে সোমবার ক্যানোয়ের VL2 ক্যাটাগরিতে রুপো পেয়েছিলেন তিনি। X হ্যান্ডেলে প্রাচীর দুর্দান্ত পারফরম্যান্সের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)।
Congratulations to on winning the prestigious Gold Medal win in the Para Canoe Women’s KL2 event. This was such an exceptional performance, which has made India proud. Best wishes for the endeavours ahead.
— Narendra Modi (@narendramodi)
প্রাচীর পাশাপাশি এদিন মহিলাদের টি-২০ ৪০০ মিটারে সোনা ঘরে তোলেন দীপ্তি জীবনজি। পুরুষদের টি১৩ ৫ হাজার মিটারে সোনা জেতেন শরৎ মকানাহল্লি। ডিসকাস থ্রোয়ে বাকিদের পিছনে ফেলে সোনা জয় নীরজ যাদব।
India’s Gold Rush Continues at ! 🥇🇮🇳
Deepthi Jeevanji clinches another gold for India in the Women’s 400m-T20, setting a new Asian Para Record and Games Record with a blazing time of 56.69! 💪✌️🏆
Congratulations to Deepthi for soaring to new heights and making…
— SAI Media (@Media_SAI)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.