সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুইজারল্যান্ডের মাটিতে সুইজারল্যান্ডকে হারিয়ে ডেভিস কাপের বিশ্ব গ্রুপ ‘ওয়ান’-এর টাইতে ইতিহাস গড়ল ভারত। ভারতীয় দল ৩-১ ব্যবধানে হারাল ফেডেরারের দেশকে। দু’টি সিঙ্গলস ম্যাচই জিতে ভারতের জয়ের নায়ক সুমিত নাগাল। এই জয়ের ফলে প্রথমবার ডেভিস কাপের কোয়ালিফায়ারে পৌঁছে গেল ভারত।
গতকাল প্রথম দু’টি সিঙ্গলস জিতে ভারতকে ২-০ ব্যবধানে এগিয়ে দিয়েছিলেন দক্ষিণেশ্বর সুরেশ এবং সুমিত নাগাল। শনিবার ডবলসে ভারতীয় জুটি এন শ্রীরাম বালাজি ও রিথভিক বোলিপাল্লি প্রথম সেট জিতলেও শেষপর্যন্ত ৭-৬ (৩), ৪-৬, ৫-৭-এ হেরে গেলেন জ্যাকুব পল ও ডোমিনিক স্ট্রিকারের বিরুদ্ধে। তবে ফিরতি সিঙ্গলসে সুমিত নাগাল কার্যত দাঁড়াতেই দিলেন না তরুণ সুইস খেলোয়াড় হেনরি বার্নেটকে। সুমিত জিতলেন স্ট্রেট সেটে ৬-১, ৬-৩-এ।
দীর্ঘ ৩২ বছর পর ভারতীয় টেনিস দল অ্যাওয়ে ম্যাচে কোনও ইউরোপীয় দলকে হারাল। এর আগে ১৯৯৩ সালে লিয়েন্ডার পেজ, রমেশ কৃষ্ণণরা হারিয়েছিলেন ডেভিস কাপের কোয়ার্টার ফাইনালে অ্যাওয়ে ম্যাচে হারিয়েছিলেন ফ্রান্সকে। সম্প্রতি ভারতীয় দল ২০২২ সালে ডেনমার্ককে হারিয়েছিল। তবে তা দেশের মাটিতে। ডেভিস কাপ কোয়ালিফায়ারের প্রথম রাউন্ড অনুষ্ঠিত হবে ২০২৬ সালের জানুয়ারি মাসে। জয়ের পর নাগাল বলেন, ‘দীর্ঘদিন পর আমরা ইউরোপের মাটিতে জয়ী হলাম। কঠিন পরিশ্রম করেছিলাম এই টাইয়ের জন্য।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.