Advertisement
Advertisement
Chess

ছোটদের দাবা বিশ্বকাপে সোনা-রুপো বাংলার সর্বার্থ ও ঐশিকের, শুভেচ্ছাবার্তা মমতার

বিভিন্ন বিভাগ মিলিয়ে মোট তিনটি সোনা এসেছে ভারতের ঝুলিতে।

CM Mamata Banerjee congratulates Sarbartho Mani and Oishik Mondal for their success in Chess World Cup Championship
Published by: Arpan Das
  • Posted:July 6, 2025 2:02 pm
  • Updated:July 6, 2025 2:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বমঞ্চে বিরাট সাফল্য বাংলার দুই খুদে দাবাড়ুর। ফিডে অনূর্ধ্ব-১০ বিশ্বকাপ ক্যাডেটে সোনা জেতে বাংলার সর্বার্থ মণি। একই সঙ্গে রুপো পায় বাংলারই ঐশিক মণ্ডল। দুজনের সাফল্যে এক্স হ্যান্ডলে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই বিভাগে ব্রোঞ্জও এসেছে ভারতের ঝুলিতে, জিতেছে কপিল আরিত।

Advertisement

জর্জিয়ার বাতুমি শহরে ৯ দিন ধরে বসেছিল ফিডে আয়োজিত বয়সভিত্তিক বিশ্বকাপ। অনূর্ধ্ব-৮, অনূর্ধ্ব-১০ ও অনূর্ধ্ব-১২-র ছেলে ও মেয়েদের বিভাগে খুদে দাবাড়ুরা শেষদিনে পোডিয়াম উজ্জ্বল করেছে। সেখানে ভারতের ঝুলিতে মোট সাতটি পদক। তিনটি সোনা ছাড়াও জিতেছে দুটি রুপো ও দুটি ব্রোঞ্জ। অনূর্ধ্ব-১০ বিভাগে ক্লাসিকাল গেমের স্টেজ ২-এ সর্বার্থ দু’বার ঐশিকের সঙ্গে ড্র করে। পরের দুটো র‍্যাপিড গেম জিতে সোনা জেতে সে। রুপো পায় ঐশিক। কাজাকিস্তানের প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে ব্রোঞ্জ পায় কপিল আরিত।

বাংলার দুই খুদে দাবাড়ুর সাফল্য উচ্ছ্বসিত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, ‘বাংলার দুই ছেলে সর্বার্থ মণি ও ঐশিক মণ্ডলকে দাবার আন্তর্জাতিক মঞ্চে সাফল্যের জন্য শুভেচ্ছা জানাই। ফিডে আয়োজিত বিশ্বকাপে অনূর্ধ্ব-১০ বিভাগে সর্বার্থ সোনা ও ঐশিক রুপো জিতেছে। বিশ্বমঞ্চে তোমাদের অসাধারণ সাফল্য আমাদেরও অনুপ্রেরণা জোগাবে। ভবিষ্যতে আরও সফল হও, এই শুভেচ্ছা জানাই।’

অনূর্ধ্ব-১০ ছেলেদের বিভাগে বাংলার দুই দাবাড়ু ছাড়াও মেয়েদের বিভাগে চিনের প্রতিপক্ষকে হারিয়ে সোনা জেতে ভারতের দিভি বিজেশ। ওই বিভাগেই ব্রোঞ্জ জেতে শ্রবণিকা এএস। অনূর্ধ্ব-১২ মেয়েদের বিভাগে প্রতীতি বরদোলাই সোনা ও আদ্যা গৌঢ়া রুপো জিতেছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement