ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইতিহাস গড়ে অলিম্পিক থেকে স্বর্ণপদক জিতেছিলেন। তাঁকে সম্মান জানিয়ে বিরাট মাপের জমি উপহার দেওয়ার কথা ঢাকঢোল পিটিয়ে ঘোষণা করেছিল পাকিস্তান সরকার। কিন্তু বছর ঘুরতে চললেও সেই জমি হাতে পাননি আরশাদ নাদিম। বাধ্য হয়ে তিনি বলেছেন, ভুয়ো প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল পাক সরকারের তরফে।
২০২৪ প্যারিস অলিম্পিকে জ্যাভলিন থ্রোয়ে সোনা জেতেন নাদিম। তারপর থেকেই পাকিস্তানে হইচই পড়ে যায় তাঁকে নিয়ে। পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মারিয়াম নওয়াজ পাকিস্তানি মুদ্রায় দশ কোটি আর্থিক পুরস্কার ঘোষণা করেন নাদিমের জন্য। এছাড়াও একাধিক বেসরকারি সংস্থা,পাক সরকারের তরফে আর্থিক পুরস্কার দেওয়ার কথা বলা হয়। কেন্দ্র এবং প্রাদেশিক, দুই সরকারের তরফেই নাদিমকে জমি দেওয়া হবে বলেও ঘোষণা করা হয়।
সোনা জেতার পর কেটে গিয়েছে প্রায় এক বছর। কিন্তু প্রতিশ্রুতিমাফিক জমি পাননি তারকা জ্যাভলিন থ্রোয়ার। তাঁর বাড়ি খানেওয়ালে স্পোর্টস সিটি তৈরি করা হবে, এমনটাই জানা গিয়েছিল তখন। কিন্তু একবছর পরেও সেই সিটির কোনও কাজ হয়নি। বাধ্য হয়ে এক সংবাদমাধ্যমকে নাদিম বলেন, “আমার জন্য যা কিছু পুরস্কার ঘোষণা করা হয়েছিল, তার মধ্যে জমি সংক্রান্ত প্রতিশ্রুতিগুলো ভুয়ো। আমি কোনও জমি পাইনি। তবে আর্থিক পুরস্কার যা কিছু ঘোষণা করা হয়েছিল সেগুলো পেয়েছি।”
নির্দিষ্ট কাউকে কাঠগড়ায় তোলেননি নাদিম। তবে তাঁর অভিযোগের নিশানায় পাক সরকার, সেকথা বলাই বাহুল্য। তবে নিজের দেশে বঞ্চনার শিকার হয়েও পরবর্তী টুর্নামেন্টের প্রস্তুতি নিচ্ছেন তিনি। আগামী দিনে পাকিস্তানি অ্যাথলিটদের তুলে আনার দিকেও মন দিচ্ছেন নাদিম। আগামী মাসে নীরজ চোপড়ার বিরুদ্ধেও নামতে দেখা যেতে পারে তাঁকে, সিলেসিয়া ডায়মন্ড লিগে। তবে প্রশ্ন উঠছে, সোনাজয়ী অ্যাথলিটকে প্রতিশ্রুতি দিয়েও কেন তাঁকে জমি দেওয়া হল না?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.