ছবি এক্স
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঐতিহাসিক দৌড় অব্যাহত আনন্দকুমার ভেলকুমারের। স্পিড স্কেটিংয়ের বিশ্বচ্যাম্পিয়শিপে ফের সোনা জয় করে প্রথম ভারতীয় হিসাবে দুর্দান্ত নজির গড়লেন তিনি। রবিবার পুরুষদের ৪২ কিলোমিটার ম্যারাথনে শীর্ষে শেষ করে তাঁর দ্বিতীয় স্বর্ণপদক নিশ্চিত করলেন আনন্দকুমার।
২২ বছরের তামিলনাড়ুর এই স্পিড স্কেটারের তিনি প্রথম ভারতীয় হিসাবে বিশ্ব মঞ্চে জোড়া সোনার পদক জিতে বিরল কৃতিত্ব অর্জন করলেন। পাঁচ দিন আগেই পুরুষদের ১০০০ মিটার স্প্রিন্টে সোনা জিতে ইতিহাস গড়েছিলেন তিনি। আর রবিবার আরও একটা সোনা জয় করলেন আনন্দকুমার।
বেজিংয়ে এক হাজার মিটার শেষ করতে তিনি সময় নিয়েছিলেন ১.২৪.৯২৪ মিনিট। যুব বিভাগে কৃশ শর্মাও এক হাজার মিটার স্প্রিন্টে সোনা জয় করেছিলেন। এর আগে ৫০০ মিটারের স্পিড স্কেটিংয়ে ৪৩.০৭২ সেকেন্ডে শেষ করে ব্রোঞ্জ পদক জয়ী হয়েছিলেন আনন্দকুমার।
তিনিই বিশ্ব স্পিড স্কেটিং চ্যাম্পিয়নশিপে তিন-তিনটি পদক জয় করা প্রথম ভারতীয়। আন্তর্জাতিক মঞ্চে তাঁর এই সাফল্য দেশের নতুন প্রজন্মের ক্রীড়াবিদদের অনুপ্রাণিত করবে বলে মনে করছেন অনেকেই। প্রথম সোনাজয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন। অভিনন্দন জানিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও।
ANOTHER WORLD C’SHIP TITLE, FOLKS!
ANANDKUMAR VELKUMAR OF INDIA IS WORLD SPEED SKATING CHAMPION AGAIN!
Anandkumar wins the 42KM Marathon Title
This is his 3rd Medal at the World C’ship
SOLELY PUTTING INDIA ON WORLD SKATING MAP!
— The Khel India (@TheKhelIndia)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.