সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স মাত্র ৫। তার মধ্যেই ইতিহাসের পাতায় নাম লেখাল অরিণী লাহোটি। সর্বকনিষ্ঠ ভারতীয় হিসেবে দাবার বিশ্ব র্যাঙ্কিংয়ে নাম উঠল দিল্লির অরিণীর। ক্লাসিকাল, র্যাপিড ও ব্লিৎজ, তিন ফরম্যাটেই ফিডে র্যাঙ্কিংয়ে ঢুকে পড়েছে বছর পাঁচেকের দাবাড়ু।
সদ্য প্রকাশিত র্যাঙ্কিংয়ে ক্লাসিকালে ১৫৫৩ পয়েন্ট, র্যাপিডে ১৫৫০ পয়েন্ট ও ব্লিৎজে ১৪৯৮ পয়েন্ট রয়েছে অরিণীর। আগস্ট মাসেই সর্বকনিষ্ঠ ভারতীয় মহিলা দাবাড়ু হিসেবে র্যাপিড র্যাঙ্কিংয়ে নাম উঠেছিল তার। এবার তিন বিভাগেই নাম লেখাল অরিণী।
২০১৯-এর ১৯ সেপ্টেম্বর জন্ম তার। বাবা সুরেন্দ্র লাহোটির কাছেই দাবার প্রশিক্ষণ। ৫ বছর বয়সেই অনূর্ধ্ব-৭, অনূর্ধ্ব-৯ ও অনূর্ধ্ব-১১ বিভাগের বিভিন্ন প্রতিযোগিতায় ১১টি ট্রফি জিতেছে। সুরেন্দ্র বলছেন, “আমরা ঘরেই ওকে তৈরি করেছি। আমরা চাই ও সব ফরম্যাটের সব টুর্নামেন্টে খেলুক। আমরা চেষ্টা করি তিন ফরম্যাটের সময়ের সঙ্গে অরিণী মানিয়ে নিক, তারপর সেই টুর্নামেন্টগুলোতে ওকে পাঠাই। আগস্টের র্যাঙ্কিংয়ে ওর নাম বেরিয়েছে দেখে আমরা খুব খুশি।”
সুরেন্দ্র আরও বলছেন, “আমরা ওকে যখনই কোনও টুর্নামেন্ট খেলতে যেতে বলি, ও সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। এমনকী এই বয়সেই ও এখানকার একটা অনূর্ধ্ব-৭ বিভাগে চ্যাম্পিয়ন ও অনূর্ধ্ব-১৬ বিভাগে দ্বিতীয় হয়েছে।” তিনি নিজেও দিল্লিতে একটি দাবার অ্যাকাডেমি চালান। তাঁর দাবি, এক বছর বয়সেই আমার থেকে অরিণী একা দাবার বোর্ড সাজাতে শিখে গিয়েছিল। বর্তমান সময়ে ভারতীয় দাবার স্বর্ণযুগ চলছে বলে অনেকে মনে করেন। গুকেশ, প্রজ্ঞানন্দ, বৈশালী, দিব্যা দেশমুখরা একের পর সাফল্য এনে দিচ্ছেন ভারতকে। সেই তালিকায় খুদে সংযোজন অরিণী। তার বাবা চান, অরিণীকে ভারতের সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার বানাতে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.