ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টোকিও অলিম্পিকে সোনা জয়ী নীরজ চোপড়া (Neeraj Chopra) অংশ নেবেন ডায়মন্ড লিগে (Diamond League)। চলতি মাসের ৩০ তারিখ থেকে লুসানে শুরু হবে ডায়মন্ড লিগ। পেশিতে চোট ছিল নীরজের। সেই চোট সারিয়ে আবার ফিরছেন সোনাজয়ী অ্যাথলিট।
ডায়মন্ড লিগের আয়োজকরা অংশগ্রহণকারী অ্যাথলিটদের তালিকা প্রকাশ করেছে। ডায়মন্ড লিগের সরকারি ওয়েবসাইটে জানানো হয়েছে, ”জ্যাভলিনে ভারতের অলিম্পিক চ্যাম্পিয়ন নীরজ চোপড়াকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে চেক প্রজাতন্ত্রের জ্যাকব ভাদলেখ এবং জার্মানির জুলিয়ান ওয়েবার।” ৫ মে দোহা ডায়মন্ড লিগে অংশ নিয়েছিলেন নীরজ চোপড়া। সেই মিটে ৮৮.৬৭ মিটার ছুঁড়েছিলেন নীরজ। তার পর থেকে চোটের জন্য আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিতে পারেননি টোকিও অলিম্পিকে সোনা জয়ী ভারতীয় অ্যাথলিট।
গত মাসেই টুইটারে নীরজ চোপড়া লিখেছিলেন, ট্রেনিং চলাকালীন পেশিতে চোট পেয়েছিলেন তিনি। চোটের জন্য নেদারল্যান্ডসে (৪ জুন) অনুষ্ঠিত প্রতিযোগিতায় এবং ফিনল্যান্ডের পাভো নুরমি (১৩ জুন) প্রতিযোগিতায় নামেননি নীরজ চোপড়া। ২৭ জুন চেক প্রজাতন্ত্রে বসছে গোল্ডেন স্পাইক ওস্ট্রাভা। সেই টুর্নামেন্টে নীরজ অংশ নেবেন কিনা, তা এখনও স্থির নয়। অগস্টের ১৯ থেকে ২৭ পর্যন্ত বুদাপেস্টে চলবে বিশ্ব চ্যাম্পিয়নশিপ। নীরজ পাখির চোখ করছেন সেই টুর্নামেন্ট এবং এশিয়ান গেমসকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.