সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগে বাঁক খাওয়ানো গোলটার জন্য উয়েফার বিচারে সেরা গোলের সম্মান পেলেন লিওনেল মেসি (Lionel Messi)। বেনফিকার বিরুদ্ধে গোলটি করেছিলেন আর্জেন্টাইন মহাতারকা।
উয়েফার বিচারে মেসির গোল সেরা হলেও তাতে বিতর্কের ছোঁয়া থাকছেই। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (UCL) গ্রুপ পর্বে গোলটি করেছিলেন মেসি। বেনফিকার বক্সের সামনে মেসির কাছ থেকে বল পেয়েছিলেন কিলিয়ান এমবাপে। ফরাসি তারকার কাছ থেকে নেইমার হয়ে ফের বল পান মেসি। তারপরই মেসির ম্যাজিক। বাঁ পায়ের বাঁক খাওয়ানো শটে বেনফিকার জালে বল জড়ান মেসি।
The Goal of the Tournament results are in… 🥁
AdvertisementCongrats, Leo Messi! 👏 |
— UEFA Champions League (@ChampionsLeague)
এলএম ১০-এর গোলটি সেরা হওয়ায় ফুটবলভক্তরা মনে করছেন, স্প্যানিশ মিডফিল্ডার রড্রিকে বঞ্চিত করা হল। কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে রড্রি গোলটি করেছিলেন। অনেক ভক্ত সেই গোলটিকে সেরা মানছেন।
অনেকে আবার মনে করছেন, ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধে সেমিফাইনালের প্রথম সাক্ষাতে ভিনিসিয়াস জুনিয়রের গোলটিই সেরা। উয়েফার বিচারে মেসির গোলটি সবার সেরা। দ্বিতীয় স্থানে রয়েছেন ভিনিসিয়াস জুনিয়র। তৃতীয় স্থানে হালান্ড।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.