স্টাফ রিপোর্টার: এখন বেশিরভাগ সময় তাঁর কাটে ইংল্যান্ডে। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর তিনি এখন প্রশাসনের কাজে ব্যস্ত। ক’দিন আগে দেশে ফিরে নিজেকে কোয়ারেন্টাইনে রাখলেন শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার কুমার সঙ্গকরা (Kumar Sangakkara)। ইংল্যান্ড থেকে ফিরে সরকারের গাইডলেন মেনে সঙ্গকরা সব কিছুই করেছেন। বলা হয়েছে, ইউরোপ থেকে কেউ ফিরলে তাঁকে প্রথমে পুলিশের কাছে যেতে হবে। তারপর কোয়েরান্টাইনে যেতে হবে। সেটাই করছেন।
তিনি জানিয়েছেন, “করোনা ভাইরাস নিয়ে আমার মাথাব্যথা করার কিছু ছিল না। দেহে উপসর্গ ছিল না। তবু আমি গাইডলাইন মেনে চলার চেষ্টা করছি। লন্ডন থেকে এক সপ্তাহ আগে দেশে ফিরেছি। সরকার থেকে বলা হয়েছিল, ১-১৫ মার্চের মধ্যে যারা ইউরোপ থেকে দেশে ঢুকবে, তাদের এ নিয়ম মেনে চলতে হবে। তাই গাইডলাইন মানছি। আমি কেন এর বাইরে থাকব। দেশে ফিরে প্রথমে পুলিশের কাছে নাম রেজিস্ট্রি করেছি। তারপর কোয়েরান্টাইনে গিয়েছি।” শ্রীলঙ্কায় এখনও পর্যন্ত ৭৮ জন মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত। দিনকে দিন এটা বেড়েই চলেছে। তাই মানুষ এ নিয়ে ভয় পেয়ে গিয়েছে। ক’দিন আগে এখানে একটা বড় ম্যাচ ছিল। স্টেডিয়ামে খেলা দেখতে দশ হাজার মানুষ হাজির ছিলেন। তিনদিন পর তাদের মধ্যে একজন করোনা ভাইরাস পজিটিভ হয়েছে। তাই ভয় বেড়েছে। এটা থামাতে সরকারের পক্ষে নানা ব্যবস্থা নেওয়া হয়েছে। বলা হচ্ছে. এই গাইডলাইন যেন মেনে চলা হয়।
এদিকে ভারত থেকে ফিরেও করোনা সংক্রমণের ভয় যাচ্ছে না দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা।লখনউতে যে হোটেলে ক্রিকেটাররা ছিলেন, সেখানে সংগীত শিল্পী কণিকা কাপুর। হোটেলেই এক অনুষ্ঠানে পারফর্ম করার কথা ছিল কনিকার। তিনি শুধু হোটেলের ঘরেই ছিলেন না। লবিতে এসে নানা মানুষের সঙ্গে কথা বলেছেন। শুক্রবার জানা যায়, কণিকার দেহে করোনা ভাইরাস পজিটিভ হয়েছে। তাই মনে করা হচ্ছে, জীবাণু অন্য কারও দেহেও ছড়িয়ে পড়তে পারে। কার দেহে এই জীবাণু গিয়েছে, তা জানা যায়নি। ওদিকে দক্ষিণ আফ্রিকা থেকেও কোনও খবর আসেনি। তবে সে দেশের ক্রিকেটাররা আপাতত ব্যাট-বল থেকে দূরে। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড দু’মাস দেশের সব রকম ক্রিকেট বন্ধ রেখেছে
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.