সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বরুণ চক্রবর্তী। অনেক ক্রিকেটপ্রেমীর কাছেই এ নাম হয়তো অজানা। কিন্তু এই ক্রিকেটারই মঙ্গলবার চমকে দিলেন গোটা ক্রিকেট মহলকে। আট কোটি ৪০ লক্ষ টাকায় বিক্রি হলেন তিনি। কিনে নিল প্রীতি জিন্টার কিংস ইলেভেন পাঞ্জাব। অর্থাত আসন্ন আইপিএলে সবচেয়ে দামি ক্রিকেটারের তালিকায় জয়দেব উনাদকাটের সঙ্গে জুড়ে গেল বরুণের নামও। এদিকে প্রথম বিড অবিক্রিত থাকলেও দিনের শেষে দল পেলেন যুবরাজ সিং।
প্রথমবার আইপিএলে খেলবেন তামিলনাড়ুর মিস্ট্রি স্পিনার বরুণ। বিজয় হাজারে ও রনজিতে দুর্দান্ত বোলিং করে নজর কেড়েছিলেন। আর তাই তো অভিষেকেই ছক্কা হাঁকালেন। এক্কেবারে সর্বোচ্চ দামে তাঁকে তুলে নিল পাঞ্জাব। মজার বিষয় হল, তাঁর ন্যূনতম মূল্য ছিল ২০ লক্ষ টাকা। বরুণ ভেবেছিলেন, সেই দামেই হয়তো কোনও দল তুলে নেবে তাঁকে। কিন্তু এভাবে যে তাঁকে নিয়ে দড়ি টানাটানি চলবে, তা ভাবতেও পারেননি তিনি। কলকাতাও তারঁ জন্য ঝাঁপিয়েছিল। তবে বাজিমাত করে পাঞ্জাবই। অপ্রত্যাশিত দাম পেয়ে উচ্ছ্বসিত স্পিনার। এদিকে, প্রথমবারের বিডে ফ্র্যাঞ্চাইজিগুলি যুবির দিক থেকে মুখ ফিরিয়ে নিলেও শেষমেশ ন্যূনতম এক কোটি টাকা মূল্যে তাঁকে দলে নিল মুম্বই ইন্ডিয়ান্স। একনজরে দেখে নিন কোন ক্রিকেটার কত মূল্যে কোন দলে গেলেন।
Top buys at the so far.
— IndianPremierLeague (@IPL)
তবে জয়পুরে নিলামের মঞ্চে অবিক্রিতই থেকে গেলেন ডেল স্টেইন, চেতেশ্বর পূজারা, ব্র্যান্ডন ম্যাকালাম, ক্রিস ওকস, অ্যালেক্স হ্যালস, ক্রিস জর্ডনের মতো তারকারা। নিলামে ব্রেথওয়েট ছাড়া উল্লেখযোগ্য কোনও পদক্ষেপ করল না কেকেআর। সেদিক থেকে দেখতে গেলে পাঞ্জাবই সুন্দভাবে দল গুছিয়ে নিল।
A total of 60 players have been sold at the VIVO .
40 Indians and 20 overseas players.
Total money spent ₹1,06,80,00,000
— IndianPremierLeague (@IPL)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.