সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম সন্তানের বাবা হলেন জশপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। সোমবার সকালে ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তারকা পেসারের স্ত্রী সঞ্জনা গণেশন। ইনস্টাগ্রামে সুখবর দেন ক্রিকেটার। নবজাতকের নাম রেখেছেন অঙ্গদ। এই খবর প্রকাশ্যে আসতেই শুভেচ্ছার বন্যায় ভেসে যান জশপ্রীত-সঞ্জনা। সূর্যকুমার যাদব, চেতেশ্বর পূজারার মতো বেশ কয়েকজন ক্রিকেটার শুভেচ্ছা জানিয়েছেন দম্পতিকে।
View this post on Instagram
রবিবারই জানা যায়, এশিয়া কাপের মাঝপথেই দেশে ফিরছেন বুমরাহ। তখনই শোনা গিয়েছিল, প্রথমবার বাবা হতে চলেছেন ভারতীয় তারকা পেসার। আর সেই কারণেই মাঝে ক’টা দিন ছুটি নিয়ে মুম্বইয়ে স্ত্রী এবং পরিবারের কাছে যাচ্ছেন তিনি। তবে গোটা টুর্নামেন্টে তিনি খেলবেন না, এমনটা নয়। ভারতীয় দল সুপার ফোরে কোয়ালিফাই করলেই দলের সঙ্গে আবার যোগ দেবেন তিনি বলে খবর।
রবিবার দেশে ফিরে আসেন তারকা পেসার। সোমবার সকালেই সুখবর জানান তিনি। সদ্যোজাত পুত্রের হাত ধরে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেন বুম বুম। মন ছুঁয়ে যাওয়া ক্যাপশনে তিনি লেখেন, “আমাদের ছোট্ট পরিবারটা ভরে উঠেছে। আজ সকালে আমাদের সন্তান অঙ্গদ জশপ্রীত বুমরাহ জন্ম নিয়েছে। জীবনের এই নতুন অধ্যায় শুরু করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।”
প্রসঙ্গত, দীর্ঘদিন চোটের কবলে থাকার পরে চলতি মাসেই আন্তর্জাতিক ক্রিকেটে কামব্যাক করেন বুমরাহ। প্রত্যাবর্তনের সিরিজেই প্লেয়ার অফ দ্য সিরিজের পুরস্কারও পান তিনি। তারপরেই ফের সুখবর পেলেন ভারতের তারকা পেসার। পরিবারের পাশে থাকার জন্য সোমবারের নেপাল ম্যাচ খেলতে পারবেন না তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন