সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মিস্টার ৩৬০ থেকে এবার একেবারে স্পাইডারম্যান। নতুন উপাধি পেলেন এ বি ডিভিলিয়ার্স। সৌজন্যে অবিশ্বাস্য ক্যাচ। কেউ বলছেন মাধ্যাকর্ষণকে হার মানালেন এ বি আবার কেউ বলছেন, চাক্ষুস করলাম স্পাইডারম্যানকে।
বৃহস্পতিবার মরণ-বাঁচন ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হয়েছিল বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। প্লে-অফের আশা জিইয়ে রাখতে হলে জিততেই হত কোহলিদের। চাপের মুখে স্বভাববিরুদ্ধ ভঙ্গিতে ব্যর্থ হলেন অধিনায়ক বিরাট কোহলিও। আরসিবি যখন ৩৮ রানের মধ্যে ২ উইকেট খুঁইয়ে চাপে তখন ব্যাট হাতে নিজের কাঁধে দায়িত্বে তুলে নেন দক্ষিণ আফ্রিকারে প্রাক্তন অধিনায়ক। ৩৯ বলে ৬৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন এ বি। এ বি, মঈন আলি এবং গ্র্যান্ডহোমের দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে ২১৮ রানের বিশাল স্কোর খাড়া করে বিরাট কোহলির দল। ততক্ষণে এ বি’র দুর্দান্ত ইনিংসের প্রশংসা শুরু হয়ে গিয়েছে নেট দুনিয়ায়।কিন্তু পিকচার হয়ত আরও বাকি ছিল। এরপার ফিল্ডিংয়েও চমক দেখানোর পালা বাকি ছিল এ বি’র। আর ফিল্ডিংয়ে যা করলেন তা ছাপিয়ে গেল তাঁর ১২ টি বাউন্ডারি এবং ১ টি ওভার বাউন্ডারি সম্বলিত ইনিংসকেও। দেখুন ভিডিও–
Presenting to you Superman
— IndianPremierLeague (@IPL)
সানরাইজার্স ওপেনার অ্যালেক্স হেলস তখন ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছেন। ইতিমধ্যেই ২ টি চার এবং ৩ টি ছক্কা হাঁকিয়ে দিয়েছেন ইংল্যান্ডের মারকুটে ব্যাটসম্যান। তখনই মঈন আলির বলে এই অবিশ্বাস্য ক্যাচটি নিলেন ডিভিলিয়ার্স। মন্ত্রমুগ্ধ হয়ে দেখল বেঙ্গালুরুর চিন্নাস্বামী। অনেকে বলছেন, ক্রিকেট মাঠের সর্বকালের সেরা ক্যাচগুলির মধ্যে একেবারে উপরের সারিতে সুযোগ পাবে এ বি’র ক্যাচ। প্রশংসায় ভরিয়ে দিলেন আরসিবি তথা ভারত অধিনায়ক বিরাট কোহলি। টুইটে বিরাট লিখলেন ‘স্পাইডারম্যানকে চাক্ষুস করলাম’।
Saw Live today! 😮
— Virat Kohli (@imVkohli)
বিরাট একা নন, এ বি’র নয়াকীর্তির প্রশংসায় পঞ্চমুখ জন্টি রোডসও। টুইটে ডিভিলিয়ার্সের নেওয়া ক্যাচকে অবিশ্বাস্য বলে বর্ণনা করলেন রোডস।
Just seen the replay of that catch; What the Duck was that
— Jonty Rhodes (@JontyRhodes8)
আইপিলের শুরু থেকেই একের পর এক নজরকাড়া ক্যাচ নিয়েছেন অন্য ক্রিকেটাররাও। আরসিবি অধিনায়ক বিরাট কোহলি হোন বা রাজস্থান রয়্যালসের সঞ্জু স্যামসন। কম যান না কেউই। একসময় বলা হত বিদেশি ক্রিকেটারদের তুলনায় ফিটনেসের দিক থেকে অনেকটা পিছিয়ে উপমহাদেশের ক্রিকেটারা। বলতেই হচ্ছে আইপিএল শুরুর পর সেই মিথ ভেঙে গিয়েছে, ট্রেন্ট বোল্ট, বেন স্টোকসদের সঙ্গে ফিল্ডিংয়েও সমান ভাবে পাল্লা দিচ্ছেন ক্রুণাল পাণ্ডিয়া, সঞ্জু ময়ঙ্ক আগরওয়াল, মনোজ তিওয়ারিরা। দেখুন ভিডিও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.