সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্রুপ লিগে সমসংখ্যক ম্যাচ জিতেই প্লে অফে পৌঁছেছিল মুম্বই ও চেন্নাই। কিন্তু আইপিএলের বারোতম সংস্করণে মুম্বইয়ের বিরুদ্ধে একটিও জয়ের ইতিহাস লেখা হল না চেন্নাই সুপার কিংসের। চারটি ম্যাচের চারটিতেই জয়ী রোহিতরা। চূড়ান্ত লড়াই দিকে ধোনিকে আরও একবার ট্রফি হাতে দেখার স্বপ্নও পূরণ হল না চেন্নাই ভক্তদের। কিন্তু ভারতীয় ক্রিকেট সমর্থকরা পেলেন অনেক কিছু। ধোনির নেতৃত্ব প্রশ্নাতীত। কিন্তু রোহিত শর্মাও যে কম যান না, বিশ্বকাপ শুরুর আগে সেটাই বুঝিয়ে দিলেন টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক। এরপর ভারতীয় দলে বিরাট কোহলি ও রোহিতের মধ্যে অধিনায়কত্ব নিয়ে চাপা আগুনটা যদি ঝলসে ওঠে, তাহলে হয়তো কিছু বলার থাকবে না। তবে সেসব ভবিষ্যতের কথা। বর্তমানে আনন্দে আত্মহারা হিটম্যান ও তাঁর মুম্বই শিবির। চওড়া হাসি শচীন তেণ্ডুলকর, মাহেলা জয়বর্ধনের মুখে। দীর্ঘ প্রায় দেড় মাসের লড়াই শেষে সেরার স্বীকৃতি পেল নীতা আম্বানির দল। আর কারা কী পুরস্কার পেলেন? টুর্নামেন্টের সেরাই বা কে হলেন? চলুন জেনে নেওয়া যাক।
ইমার্জিং প্লেয়ার: কলকাতা নাইট রাইডার্সের শুভমান গিল।
ফেয়ার প্লে: সানরাইজার্স হায়দরাবাদ।
দ্রুততম হাফ সেঞ্চুরি: মুম্বইয়ের হার্দিক পাণ্ডিয়া – ১৭ বলে ৫০ রান।
টুর্নামেন্টের পারফেক্ট ক্যাচ: মুম্বইয়ের কায়রন পোলার্ড।
টুর্নামেন্টের সুপার স্ট্রাইকার: কেকেআরের আন্দ্রে রাসেল।
টুর্নামেন্টের স্টাইলিস্ট প্লেয়ার: কিংস ইলেভেন পাঞ্জাবের কে এল রাহুল।
টুর্নামেন্টের গেম চেঞ্জার: মুম্বই ইন্ডিয়ান্সের রাহুল চাহার।
অরেঞ্জ ক্যাপ: হায়দরাবাদের ডেভিড ওয়ার্নার- ৬৯২ রান।
পার্পল ক্যাপ: চেন্নাইয়ের ইমরান তাহির- ২৬ উইকেট।
মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার: কেকেআরের আন্দ্রে রাসেল।
রানার্স-আপ হিসেবে ১২.৫ কোটি টাকা পেল চেন্নাই সুপার কিংস। চ্যাম্পিয়ন হিসেবে ২০ কোটি টাকা পেলেন রোহিত শর্মারা। রবিবাসরীয় রাতে অল আউট সেলিব্রেশনের মুডে স্বপ্ননগরীর দল। স্ত্রী ঋতিকা এবং কন্যা সামাইরা যে রোহিতের ‘লাকি চার্ম’, তা নিয়ে আর অন্তত কোনও সন্দেহ রইল না।
A new experience for who lifts his little munchkin before lifting the 🏆
— IndianPremierLeague (@IPL)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.