সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাফ চ্যাম্পিয়নশিপ এবং এশিয়া কাপের আগে সুখবর ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য। ফিফা ক্রমতালিকায় আরও একধাপ এগোল ভারতীয় ফুটবল দল। সুনীল ছেত্রীরা এখন ৯৭তম স্থান থেকে এগিয়ে চলে এসেছেন ৯৬তম স্থানে। জর্জিয়ার সঙ্গে যুগ্মভাবে ৯৬ তম স্থানে রয়েছেন সুনীলরা। গত কয়েক বছরের মধ্যে এটিই ভারতের সেরা পারফরম্যান্স।
এই প্রথম ব়্যাঙ্কিংয়ের জন্য অত্যাধুনিক ‘ইএলও’ পদ্ধতি চালু করল ফিফা। অনেকে আশঙ্কা করছিলেন নতুন পদ্ধতি চালু হলে অনেকটা পিছিয়ে যেতে পারে মেন ইন ব্লু। কিন্তু হল ঠিক তাঁর উলটোটা। আরও এক পদক্ষেপ এগিয়ে গেলেন সুনীল ছেত্রীরা। আগে প্রতিমাসে ফিফার ব়্যাঙ্ক বের হত, কিন্তু নতুন পদ্ধতি চালু হওয়ার পর এখন থেকে প্রতি ম্যাচের শেষে পরিবর্তিত হবে ব়্যাঙ্ক। সুতরাং, একটি ম্যাচেও খারাপ পারফরম্যান্স করলে বদলে যেতে পারে ব়্যাঙ্কিংয়ের চিত্র।
আগামী বছরের শুরুতেই এএফসি এশিয়ান কাপ খেলতে যাবেন সুনীল, সন্দেশ, জেজেরা। এশিয়ান কাপে ভারতের গ্রুপে রয়েছে সংযুক্ত আরব আমিরশাহি, বাহরিন এবং থাইল্যান্ড। এর মধ্যে আমিরশাহির ব়্যাঙ্ক ৭৭, বাহরিনের ব়্যাঙ্ক ১১৩ এবং থাইল্যান্ডের ব়্যাঙ্ক ১২২ নম্বরে। অর্থাৎ এশিয়া কাপ শুরুর আগে খাতায় কলমে নিজেদের গ্রুপে দ্বিতীয় শক্তিশালী দল ভারত। বিশেষজ্ঞরা মনে করছেন নিজেদের সেরা ফুটবল উপহার দিলে সহজেই গ্রুপের বাধা টপকে যেতে পারে ভারতীয় দল।
অন্যদিকে, নতুন সিস্টেম চালু হওয়ার পরই আন্তর্জাতিক ব়্যাঙ্কিয়ে বেশ কিছু রদবদল হয়েছে। পিছিয়ে পড়েছে একাধিক তথাকথিত বড় দল। বিশ্বকাপে জঘন্য পারফরম্যান্সের জেরে ১৫ নম্বরে নেমে এসেছে জার্মানি। ২০০৬ সালের পর এটিই জার্মানির সবচেয়ে নিকৃষ্ট ব়্যাঙ্ক। পিছিয়ে এসেছে ব্রাজিল, স্পেন, আর্জেন্টিনার মতো দলগুলি। এই মুহূর্তে এক নম্বরে বিশ্বজয়ী ফ্রান্স। দ্বিতীয় স্থানে এডেন হ্যাজার্ডের বেলজিয়াম। তৃতীয় স্থানে ব্রাজিল। চারে বিশ্বকাপের রানার্স আপ ক্রোয়েশিয়া। আর্জেন্টিনা রয়েছে একাদশতম স্থানে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.