ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স কেবলই একটা সংখ্যা মাত্র, বারবার প্রমাণ করছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। নেশনস লিগের সেমিফাইনালে জার্মানিকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে পর্তুগাল। আর সেই ম্যাচে জয়সূচক গোলটি এসেছে সিআর সেভেনের পা থেকেই। সেই রোনাল্ডোকে কি ভবিষ্যতে মেসির সঙ্গে একই ক্লাবে খেলতে দেখা যাবে? রবিবার মাঝরাতে স্পেনের সঙ্গে মুখোমুখি লড়াইয়ের নামার আগে এই প্রসঙ্গে আলোকপাত করলেন কিংবদন্তি এই পর্তুগিজ ফুটবলার।
রোনাল্ডো বলেন, “আর্জেন্টিনার একটি ক্লাব আমাকে প্রস্তাব দিয়েছে। তাদের সঙ্গে কথাবার্তাও হয়েছে। তবে এমন নয় যে, সমস্ত প্রতিযোগিতায় আমাকে খেলতে দেখা যাবে। মাঝেমাঝে ভবিষ্যতের কথা ভেবে এই ধরনের সিদ্ধান্ত নিতে হয়। আমিও তা নিয়েছি।” সূত্রের খবর, যে আর্জেন্টিনার ক্লাব রোনাল্ডোকে প্রস্তাব দিয়েছিল তার নাম রিভার প্লেট।
ভবিষ্যতে কি লিওনেল মেসির সঙ্গে একই দলে দেখা যাবে? রোনাল্ডোর উত্তর, “আমি আর্জেন্টিনার মানুষদের খুবই পছন্দ করি। আমার বান্ধবীই তো আর্জেন্টিনার। তবে আমার আর মেসির এক ক্লাবে খেলার সম্ভাবনা বেশ কঠিন। তবে এ ব্যাপারে এখনই নিশ্চিত করে কিছু বলা যায় না। কারণ ভবিষ্যৎ কেই বা জানে!” সুতরাং, বিশ্ব ফুটবলের দুই কিংবদন্তির এক ক্লাবের খেলার সম্ভাবনা কঠিন হলেও অসম্ভব যে কিছু নয়, তা রোনাল্ডোর কথা থেকেই পরিষ্কার।
প্রসঙ্গত, সৌদির ক্লাব আল নাসেরের সঙ্গে কিছুদিনের মধ্যেই চুক্তির মেয়াদ শেষ হবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। সেই কারণে নিজের ভবিষ্যৎ নিয়ে এখন থেকেই চিন্তাভাবনা শুরু করে দিয়েছেন পর্তুগিজ ফুটবলার। তবে অবসর নিয়েও তিনি ভাবছেন। রোনাল্ডোর কথায়, “আমার কেরিয়ারে আর বেশি দিন সময় বাকি নেই। এমনও হতে পারে, আগামিকাল ঘুম থেকে উঠে মনে হল আর খেলব না। তবে কবে অবসর নেব, সে ব্যাপারে দিনক্ষণ এখনও চূড়ান্ত করিনি। এই চল্লিশেও আমি ২০ বছরের ফুটবলারদের সঙ্গে চুটিয়ে ফুটবল উপভোগ করছি। এখনও তো আমি নিজের সেরাটাই দিচ্ছি।” প্রসঙ্গত, দেশের হয়ে সবচেয়ে বেশি গোল করার ক্ষেত্রে সর্বাগ্রে রয়েছেন ক্রিশ্চিয়ানো। পর্তুগালের জার্সি গায়ে তিনি এখনও পর্যন্ত করেছেন ১৩৭টি গোল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.