Advertisement
Advertisement
Mohammedan SC

অবনমন রাউন্ডে দল নামাল না সাদার্ন, ৩ পয়েন্ট পাবে মহামেডান?

বুধবার সময়মতো মাঠে উপস্থিত হয়েছিলেন সাদা-কালো ফুটবলাররা।

Will Southern Samity be relegated to the relegation round, will Mohammedan SC get 3 points?

ফাইল ছবি

Published by: Prasenjit Dutta
  • Posted:September 10, 2025 4:49 pm
  • Updated:September 10, 2025 4:57 pm   

প্রসূন বিশ্বাস: কলকাতা প্রিমিয়ার লিগের অবনমন রাউন্ডে বুধবার মুখোমুখি হওয়ার কথা ছিল মহামেডান এবং সাদার্ন সমিতির। কিন্তু বারাকপুরের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়ামে মহামেডান দল নামালেও হাজির ছিলেন না সাদার্ন সমিতির ফুটবলাররা। ফলে, এদিন ম্যাচটিই হল না।

Advertisement

জানা গিয়েছে, বুধবার সময়মতো মাঠে উপস্থিত হয়েছিলেন সাদা-কালো ফুটবলাররা। তাঁরা দুপুর সাড়ে ৩টে পর্যন্ত অপেক্ষাও করেন। কেন রেলিগেশন পর্বের ম্যাচে দল নামায়নি সাদার্ন? এই ম্যাচের চব্বিশ ঘণ্টা আগে সাদার্ন সমিতির সচিব সৌরভ পাল তিন পাতার দীর্ঘ চিঠি দিলেন আইএফএ’কে। সেখানে উল্লেখ করা হয়, ঘরোয়া লিগে ম্যাচ ফিক্সিং নিয়ে একাধিক অভিযোগ রয়েছে। আইএফএ সভা ডেকে সেই অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত আগে না করে অবনমন বা চ্যাম্পিয়নশিপের রাউন্ডের খেলা করা যাবে না।

ম্যাচের আগের দিন এই প্রসঙ্গে আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেন, “ম্যাচ ফিক্সিং নিয়ে পুলিশ তদন্ত করছে। সভা আমরা ডাকব। তবে সেটার জন্য খেলার দিন পরিবর্তন করা যাবে না। আমরা ম্যাচ আয়োজন করছি।” যদিও ব্যাপারটা এখানেই থেমে থাকেনি। মঙ্গলবার রাতে সাদার্ন সমিতির সচিব সৌরভ পাল বলেন, “আইএফএ’র তরফে আমাদের নিশ্চয়তা দিতে হবে এই চ্যাম্পিয়নশিপ অথবা অবনমন রাউন্ড শেষ হওয়ার আগে ফিক্সিংয়ের অভিযোগগুলো তদন্ত করে সিদ্ধান্ত নিতে হবে আইএফএ’কে। সেই নিশ্চয়তা থাকলে তবেই বুধবার দল নামাব আমরা। এই নিশ্চয়তা না পেলে বুধবার দল নামাব না।”

জানা গিয়েছে, রাতে আইএফএ’র থেকে চিঠি পাঠানো হয়েছিল সাদার্নকে। সেখানে আগামিদিনে এই বিষয়ে সভা ডাকার কথা জানালেও কোনও নির্দিষ্ট দিনের কথা উল্লেখ করা হয়নি। হয়তো এই কারণে বুধবার বারাকপুরে দল নামায়নি সাদার্ন।

এখন প্রশ্ন, মহামেডানের বিরুদ্ধে সাদার্ন না নামায় পয়েন্টের অবস্থা কী হবে? এই সংক্রান্ত সিদ্ধান্ত নেবেন লিগ কমিটির সদস্যরা। উল্লেখ্য, ঘরোয়া লিগে মেসারার্স ম্যাচে দল নামায়নি মোহনবাগান। সাদার্নও দল নামায়নি ডায়মন্ড হারবারের বিরুদ্ধে। প্রিমিয়ার ও ফাস্ট ডিভিশন লিগ কমিটির সদস্যরা আলোচনা করে ওই দুই ম্যাচে দল না নামানোর জন্য মোহনবাগান ও সাদার্নের থেকে অর্জিত পয়েন্ট থেকে ২ পয়েন্ট কেটে নেওয়া হয়। একই সঙ্গে মেসারার্স ও ডায়মন্ড হারবারকে ওই ম্যাচের পুরো ৩ পয়েন্ট দিয়ে দিলেন। মহামেডান-সাদার্ন ম্যাচেও কি তেমন কিছু ঘটতে চলেছে? উত্তর জানতে লিগ কমিটির সিদ্ধান্তর দিকে তাকিয়ে না থাকা ছাড়া কোনও উপায় নেই। প্রসঙ্গত, কলকাতা লিগে সাদার্ন সমিতির পয়েন্ট শূন্য। মহামেডান ম্যাচে না নামায় তাদের পয়েন্ট যদি কেটে নেওয়া হয়, তাহলে সাদার্নের পয়েন্টের অবস্থা কী হবে? আর এই ম্যাচ থেকে পয়েন্ট পেয়ে কি অবনমন এড়াতে পারবে মহামেডান?

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ