ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ক্লাস ইজ পার্মানেন্ট’। বহু প্রচলিত এই প্রবাদ যেন লিওনেল মেসির সমার্থক। এই তো কিছুদিন আগেই মেজর লিগ সকারে ফিরিয়েছিলেন ১৮ বছর আগের ‘আঙ্কারা মেসি’র স্মৃতি। এরপর টানা পাঁচ ম্যাচে জোড়া গোল করে অনন্য নজির গড়েছিলেন। বয়সের সঙ্গে সঙ্গে যেন তাঁর বাঁ-পায়ের জাদু যেন বেড়েই চলেছে। তার সাক্ষী থাকছে গোটা ফুটবলবিশ্ব। মেসির ভক্তরা আশাবাদী, আগামী বিশ্বকাপে খেলবেন তিনি। আসন্ন বিশ্বকাপে তাঁকে দেখতে চাইছেন ব্রাজিলের প্রাক্তন ফুটবলার রোনাল্ডোও।
আগের বছরেই কোপা আমেরিকার শিরোপা জিতেছে মেসির আর্জেন্টিনা। দেশের হয়ে মাঠে নামলে এখনও উজাড় করে দেন। রোনাল্ডো বলেন, “ওকে বিশ্বকাপে দেখতে পেলে দারুণ ব্যাপার হবে। বিশেষ করে আমরা যারা মেসির খেলা দেখতে পছন্দ করি, তাদের কাছে তো বটেই। দুর্দান্ত ছন্দে রয়েছে। বিশ্বকাপেও ওকে ভালো ফর্মে দেখা যাবে বলে আশা করি।”
রোনাল্ডো আরও বলেন, “ক্লাব বিশ্বকাপেও তো মেসি দারুণ খেলেছে। খেলা দেখে মনে হয়েছে, এখনও ওর মধ্যে সেই ব্যাপারটা রয়েছে। যতবারই ওর পায়ে বল গিয়েছে, ততবারই দারুণ সব ঝলক দেখা গিয়েছে। মেসির ম্যাচ রিডিং তুখোড়। মাঠে কোন রণকৌশলে খেলতে হবে, সেটাও মেসি সতীর্থদের বলে দেয়।”
উল্লেখ্য, সিনসিনাটির বিরুদ্ধে ০-৩ ব্যবধানে হেরে গিয়েছে ইন্টার মায়ামি। টানা পাঁচ ম্যাচে জোড়া গোল করলেও এই ম্যাচে নিষ্ক্রিয় ছিল মেসির জাদু।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.