Advertisement
Advertisement
Mohun Bagan

অপ্টার র‍্যাঙ্কিংয়ে দেশের সেরা মোহনবাগান, চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল কোথায়?

গোটা বিশ্বের নিরিখে কোথায় আছে ভারতীয় ক্লাবগুলি?

Where is Mohun Bagan, the country's best team, and arch-rivals East Bengal in the Opta rankings?

ফাইল ছবি

Published by: Prasenjit Dutta
  • Posted:August 23, 2025 3:52 pm
  • Updated:August 23, 2025 3:52 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরও এক নতুন মাইলফলক অর্জন মোহনবাগানের। বিশ্বের অন্যতম বৃহত্তম ফুটবল অ্যানালিস্ট সংস্থা অপ্টার র‍্যাঙ্কিংয়ে দেশের সেরা ক্লাব মোহনবাগান। সাম্প্রতিক অতীতে দুরন্ত ছন্দে দেখা গিয়েছে সবুজ-মেরুনকে। গত মরশুমে দ্বিমুকুট জয়ী হয়েছে গোষ্ঠ পাল সরণির ক্লাব। জিতে নিয়েছে আইএসএল শিল্ড এবং কাপ। এবার ধারাবাহিক এই সাফল্যের পুরস্কার পেল তারা।

Advertisement

অপ্টার বিচারে দেশের ১ নম্বর ক্লাব মোহনবাগানের গ্লোবাল র‍্যাঙ্কিং ১৭২৭। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে, এশিয়ার মধ্যে কত নম্বরে রয়েছে মোহনবাগান? এশিয়ায় সবুজ-মেরুন রয়েছে ১৮৬ নম্বরে। এশিয়ার মধ্যে এফসি গোয়া রয়েছে ২০৪ নম্বরে। তাদের গ্লোবাল র‍্যাঙ্কিং ১৮৪২। মোহনবাগানের চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল রয়েছে এশিয়ায় ৪৫০ নম্বরে। এশিয়ার মধ্যে ক্রমতালিকায় শীর্ষে দুই ক্লাব যথাক্রমে আল হিলাল এবং আল নাসের।

দেশের মধ্যে শীর্ষ মোহনবাগানের পর রয়েছে কোন ক্লাব? দ্বিতীয় স্থানে রয়েছে এফসি গোয়া। মুম্বই সিটি (গ্লোবাল র‍্যাঙ্কিং ২৫৬০), বেঙ্গালুরু এফসি (২৯৩৮), ওড়িশা এফসি (৩০৬১) রয়েছে যথাক্রমে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম স্থানে। দেশের মধ্যে দশম স্থানে ইস্টবেঙ্গল। লাল-হলুদের গ্লোবাল র‍্যাঙ্কিং ৪০৮০। কলকাতার আরেক প্রধান মহামেডান ক্রমতালিকায় ১৩ নম্বরে। তাদের গ্লোবাল র‍্যাঙ্কিং ৫৮৬০। অন্যদিকে, ডায়মন্ড হারবার এফসি রয়েছে দেশের মধ্যে ২৬ নম্বরে। তাদের গ্লোবাল র‍্যাঙ্কিং ৯৪২৩। ডুরান্ড ফাইনালে তাদের প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড দেশের মধ্যে সপ্তম স্থানে। গ্লোবাল র‍্যাঙ্কিংয়ে তারা ৩৪৫৮।

দেশের মধ্যে শীর্ষস্থানে উঠে আসার পর মোহনবাগান শিবিরে খুশির হাওয়া। চওড়া হাসি মেরিনার্সদের মুখেও। মোহনবাগানের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু’য়ের অভিযান শুরু হচ্ছে ১৬ সেপ্টেম্বর। গ্রুপ পর্বে মোহনবাগান খেলবে ইরানের সেপাহান এসসি, জর্ডনের আল হুসেইন ও তুর্কমেনিস্তানের আহাল এফসির বিরুদ্ধে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ