Advertisement
Advertisement
UEFA Champions League

লিভারপুলকে ছিটকে দিল পিএসজি, রাফিনহাদের দাপটে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে বার্সেলোনাও

ইউসিএলের কোয়ার্টার ফাইনালে উঠল বায়ার্ন মিউনিখ ও ইন্টার মিলানও।

UEFA Champions League: Liverpool beaten by PSG while Barcelona thrashes Benfica to qualify for quarter final
Published by: Arpan Das
  • Posted:March 12, 2025 9:10 am
  • Updated:March 12, 2025 9:10 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেল লিভারপুল। প্রথম লেগে এগিয়ে থেকেও ঘরের মাঠে পিএসজি-র কাছে পরাস্ত হলেন মহম্মদ সালাহরা। রুদ্ধশ্বাস ম্যাচে টাইব্রেকারে নায়ক পিএসজি-র গোলকিপার দোনারুমা। অন্যদিকে ইয়ামাল-রাফিনহার দাপটে বেনফিকাকে সহজেই হারিয়ে শেষ আটে পৌঁছে গেল বার্সেলোনা।

Advertisement

ইউসিএলের গ্রুপ পর্বে শীর্ষস্থানে ছিল লিভারপুল। এমনকী প্যারিসে গিয়ে প্রথম পর্বের ম্যাচ ১-০ গোলে জিতে এসেছিল আর্নে স্লটের দল। আশা করা গিয়েছিল, অ্যানফিল্ডে দাপট বজায় রাখবেন তারা। কিন্তু ম্যাচের ১২ মিনিটে পিএসজি-কে এগিয়ে দেন উসমান ডেম্বেলে। শুধু এগিয়ে যাওয়াই নয়, গোটা ম্যাচ জুড়ে আধিপত্য বজায় রাখে লুইস এনরিকের দল। একাধিক বার লিভারপুলের পতন বাঁচান গোলকিপার অ্যালিসন বেকার। শেষ পর্যন্ত দুই লেগ মিলিয়ে ফলাফল দাঁড়ায় ১-১। টাইব্রেকারে নায়ক হয়ে উঠলেন পিএসজি-র গোলকিপার দোনারুমা। ডারউইন নুনেজ ও কার্টিস জোনসের শট বাঁচিয়ে লিভারপুলকে ছিটকে দেন তিনি।

অন্যদিকে বেনফিকার বিরুদ্ধে প্রথম লেগে এগিয়ে ছিল বার্সেলোনা। ঘরের মাঠেও ৩-১ গোলে জিতল স্পেনের ক্লাব। ১১ মিনিটে তাদের এগিয়ে দেন রাফিনহা। যদিও দুমিনিট পরেই গোল শোধ করেন বেনফিকার ওটামেন্ডি। ২৭ মিনিটে বাঁ পায়ের বাঁক খাওয়ানো শটে গোল করেন ইয়ামাল। ৪২ মিনিটে ফের গোল করেন রাফিনহা। দুই পর্ব মিলিয়ে ৪-১ ব্যবধানে জিতে শেষ আটের যোগ্যতা অর্জন করে হান্সি ফ্লিকের দল।

চ্যাম্পিয়ন্স লিগের অন্য ম্যাচে বেয়ার লেভারকুসেনকে ২-০ গোলে হারায় বায়ার্ন মিউনিখ। গোল করেন হ্যারি কেন ও আলফান্সো ডেভিস। দুই পর্বে ৫-০ গোলে জেতে বায়ার্ন। ফেয়েনুর্ডের বিরুদ্ধে ২-১ গোলে জিতে কোয়ার্টার ফাইনালের ছাড়পত্র পেল ইন্টার মিলান।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement