Advertisement
Advertisement
I-League

এবার আই লিগ থেকেও উঠে যাবে ‘অবনমন’! ফেডারেশনের আপিল কমিটির রায়ে জল্পনা

চূড়ান্ত রায় না আসা পর্যন্ত কোনও দলকেই অবনমনে পাঠানো যাবে না। 

This time, 'Relegation' will be removed from the I-League too! Speculations over the federation's appeal committee's verdict
Published by: Prasenjit Dutta
  • Posted:May 28, 2025 7:54 pm
  • Updated:May 28, 2025 7:54 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ বছর থেকে আই লিগে অবনমন তুলে দেওয়া হতে পারে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের আপিল কমিটির পক্ষ থেকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। এআইএফএফের এই স্থগিতাদেশের ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলছে দিল্লি এফসি এবং স্পোর্টিং ক্লাব বেঙ্গালুরু। জানা গিয়েছে, চূড়ান্ত রায় না আসা পর্যন্ত কোনও দলকেই অবনমনে পাঠানো যাবে না। 

Advertisement

স্পোর্টিং ক্লাব বেঙ্গালুরু এবং দিল্লি এফসি অবনমন নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছিল। যদিও আই-লিগের পয়েন্ট টেবিলের দিকে তাকালে দেখা যাবে বেঙ্গালুরুর পয়েন্ট ২২ ম্যাচে ২১। অন্যদিকে, সম সংখ্যক ম্যাচে দিল্লির পয়েন্ট মাত্র ১৪। হিসেব মতো এই দুই দলই আগামী আই লিগে খেলতে পারবে না। যদিও নীতিগত প্রশ্ন তুলে তাদের অবনমন আটকানোর ব্যাপারে এআইএফএফের কাছে আবেদন করে দুই ক্লাব।

জানা গিয়েছে, দুই ক্লাব এআইএফএফের ডিসিপ্লিনারি কমিটির দ্বারস্থ হয়েছিল। এরপরেই আপিল কমিটির কাছে ক্লাবগুলির আবেদন ডিসিপ্লিনারি কমিটি পাঠিয়ে দেয়। ক্লাবগুলি যুক্তি দেখায়, আইএসএলে অবনমন নেই। এই পরিস্থিতিতে আই-লিগেও বা কেন অবনমন থাকবে? এরপরেই অবসরপ্রাপ্ত বিচারপতি রাজেশ ট্যান্ডনের বেঞ্চে আই লিগে অবনমনের ব্যাপারে স্থগিতাদেশ দেওয়া হয়।

আপিল কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, “এআইএফএফের পক্ষ থেকে মামলার পরিস্থিতি বিবেচনা করে দু’দিন সময় চাওয়া হয়েছে। এই সময় পর্যন্ত অবনমনের যে কোনও আদেশ স্থগিত থাকবে। বর্তমান আপিলের চূড়ান্ত শুনানি না হওয়া পর্যন্ত তা কার্যকর করা হবে না।” ৩০ মে আপিল কমিটির পরবর্তী শুনানি। এই রায় লিগ স্ট্যান্ডিংয়ের তলানিতে থাকা দুই দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ