প্রসূন বিশ্বাস: দিন কয়েক আগে সুরুচি সংঘের প্রধান কোচ রঞ্জন ভট্টাচার্য আইএফএ’র বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছিলেন। যার জেরে তাঁকে দুই ম্যাচ নির্বাসনের কবলেও পড়তে হয়। আইএফএ সচিব অনির্বাণ দত্ত স্পষ্ট জানিয়ে দেন, নিঃশর্ত ক্ষমা চাইতে হবে রঞ্জনকে। অন্যথায় পুরো মরশুমের জন্য নির্বাসিত করা হবে সুরুচি কোচকে। তবে এই পরিস্থিতিতে আদৌ তিনি ক্ষমা চাইবেন কি না, তা নিয়ে কম জল্পনা ছিল। যদিও এদিন সাংবাদিক সম্মেলনে ক্ষমা চেয়ে নিয়েছেন সুরুচি সংঘের হেড কোচ রঞ্জন ভট্টাচার্য। এখন প্রশ্ন হল, তাঁর শাস্তি প্রত্যাহার হবে কি?
এদিন সাংবাদিক সম্মেলনে রঞ্জন ভট্টাচার্য বলেন, “৫ তারিখ আমাদের খেলা ছিল। ম্যাচের শেষলগ্নে একটা গোল হজম করি। সেটা একেবারেই অনভিপ্রেয় ছিল। আমরা এক নম্বরে ছিলাম। এর ফলে আমরা দুইয়ে নেমে গিয়েছিলাম। ম্যাচের সমাপ্তি ওইভাবে হওয়ায় হতাশ হয়ে পড়েছিলাম। এর পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে উত্তেজনাবশত কিছু কথা বলে ফেলি। আইএফএ’কে সম্মান জানিয়েই বলছি, এই ধরনের কথা বলা আমার উচিত হয়নি। নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে অমন কথা বলে ফেলি। আমার ভুল হয়েছে।”
উল্লেখ্য, গত ৫ অগাস্ট কাস্টমসের বিরুদ্ধে খেলা ছিল সুরুচি সংঘের। ম্যাচ শেষে সাংবাদিকদের তিনি বলেছিলেন, “এই ম্যাচের আগে আমরা কবে খেলেছিলাম ভুলে গিয়েছি। সবাই যখন সাতটা করে ম্যাচ খেলে নিয়েছে, তখন আমরা ছ’নম্বর ম্যাচ খেললাম। আমাদের মোমেন্টাম নষ্ট করে দেওয়ার জন্য আইএফএ সত্যিই একটা চক্রান্ত করেছে।” এই প্রসঙ্গ টেনে এনে রবিবার সাংবাদিক সম্মেলনে রঞ্জন বলেন, “সেদিন ‘আইএফএ চক্রান্ত করেছে’ এমন কথা বলা একেবারেই ঠিক হয়নি। কখনওই কাউকে আঘাত দিয়ে কথা বলি না আমি। এটাই আমার চারিত্রিক বৈশিষ্ট্য। তাই আমি দুঃখিত। অনুতপ্ত। সেদিনের ঘটনার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি।”
প্রসঙ্গত, রঞ্জন ভট্টাচার্যকে নিয়ে এদিন সাংবাদিক সম্মেলনে বসেছিলেন সুরুচি সংঘের সচিব তথা আইএফএ সহ-সভাপতি স্বরূপ বিশ্বাস। এখন প্রশ্ন উঠছে, রঞ্জন ভট্টাচার্যের সুর নরম হওয়ার পর কি তাঁর দু’ম্যাচের নির্বাসন উঠে যাবে? স্বরূপ বিশ্বাস এ প্রসঙ্গে জানিয়েছেন, সুরুচির পক্ষ থেকে রঞ্জন ভট্টাচার্যকে দুই ম্যাচ নির্বাসন প্রত্যাহার করার আবেদন জানিয়ে চিঠি পাঠানো হবে আইএফএ’কে। তবে আইএফএ যা সিদ্ধান্ত নেবে, তা মেনে নেবে ক্লাব বলে জানিয়েছেন সুরুচির সচিব।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.