Advertisement
Advertisement

একান্ত আলাপচারিতায় ভালদেরামা, জানালেন বহু অজানা কথা

কী জানালেন এই তারকা ফুটবলার?

Sangbad Pratidin Exclusive: Interview of Carlos Valderrama
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 8, 2017 1:49 pm
  • Updated:September 29, 2019 1:25 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নয়ের দশকের ফুটবল দুনিয়া আজও তাঁকে মনে রেখেছে। ঝাঁকড়া চুলে নজরকাড়া। তবে সে তো চেহারায়।  অনেকেই চোখে বুঝলে আজও মনে করতে পারেন, ডিফেন্ডারদের প্রতিরোধ চিরে বল পায়ে তাঁর এগিয়ে যাওয়ার ছবি। মেসি-নেইমারদের শাসনে থাকা আধুনিক ফুটবলবিশ্ব হয়তো তাঁকে তেমন চেনে না। তবে কার্লোস ভালদেরামাকে ভোলেননি ফুটবলপ্রেমীরা।

Advertisement

21442856_10213226406470313_1920747608_n

বৃহস্পতিরাই পা রেখেছেন শহরে। এ শহরে এর আগে এসেছেন পেলে, মারাদোনা, মেসি, অলিভার কানের মতো ফুটবল তারকাও। স্বভাবতই ফুটবল পাগল শহরে এসে উচ্ছ্বসিত কলম্বিয়ার এই প্রাক্তন তারকা ফুটবলার। এ শহরকে তিনি চেনেন মাদার টেরিজার নামেই। শহরে এসে তিনি ঢুঁ মারলেন ‘সংবাদ প্রতিদিন’-এর দপ্তরেও। দীর্ঘ আলাপচারিতায় জানালেন তাঁর ফুটবল ভাবনার কথা। ফেলে আসা ফুটবল জীবনের স্মৃতি ভাগ করে নিলেন। নব্বইয়ে যাঁরা ফুটবল নিয়ে মেতে ছিলেন, তাঁরা হয়তো এই কথোপকথন মিস করতে চাইবেন না। শনিবার সংবাদ প্রতিদিন-এর পাতায় প্রকাশিত হবে সেই বিস্তারিত সাক্ষাৎকার। জানতে অবশ্যই চোখ রাখুন আগামীকাল অর্থাৎ শনিবারের সংবাদপত্রে। এছাড়া এই সাক্ষাৎকার দেখতে পাবেন ও সংবাদ প্রতিদিনও।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ