Advertisement
Advertisement
Robi Hansda

আইএসএলেও নিজেকে উজাড় করে দিতে তৈরি, সঞ্জয় সেনের পরামর্শে মহামেডানে সই রবির

এবারের সন্তোষ ট্রফিতে ১২ গোল করে শুধুই সর্বোচ্চ গোলদাতাই হননি রবি। ভেঙে দিয়েছেন মহম্মদ হাবিবের রেকর্ডও।

Robi Hansda: Bengal's Santosh Trophy winner signs for Mohammedan SC
Published by: Arpan Das
  • Posted:January 7, 2025 11:48 am
  • Updated:January 7, 2025 2:18 pm   

স্টাফ রিপোর্টার: সন্তোষ ট্রফি জয়ের পরের দিনই সকালে দশ মিনিটের একটা টিম মিটিং করেছিলেন বাংলা কোচ সঞ্জয় সেন। সেই মিটিংয়ে তিনি বাইশ জন ছেলেদের উদ্দেশে একটাই কথা বলেছিলেন, “এবার তোমরা নানা প্রস্তাব পাবে। কিন্তু দীর্ঘমেয়াদি চুক্তিতে এমন কোনও বড় দলে সই করো না, যেখানে গিয়ে তোমাদের বসে থাকতে হবে। প্রয়োজনে অল্প সময়ের জন্য সই করে সেখানে নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করবে।” এবারের সন্তোষের সর্বোচ্চ গোলদাতা রবি হাঁসদা (Robi Hansda) সঞ্জয় সেনের সেই কথা মেনেই ছয় মাসের জন্য মহামেডানে সই করলেন। হায়দরাবাদ থেকে কলকাতা ফিরেই মহামেডান ও ইস্টবেঙ্গলে খেলার জন্য প্রস্তাব পেয়েছিলেন তিনি। এদিন রবি সকালে ফোন করেন সঞ্জয় সেনকে। এই প্রস্তাব নিয়ে আলোচনাও করেন বেশ কিছুক্ষণ। শেষ পর্যন্ত মহামেডানে খেলার সুযোগ বেশি বুঝে আপাতত ছয় মাসের জন্য সেই ক্লাবে সই করার সিদ্ধান্ত নিলেন। বিকেলে শ্রাচির অফিসে এসে সই পর্ব সেরে যান। ২০২৬-এর মে পর্যন্ত রবির সঙ্গে চুক্তি ছিল কাস্টমসের। কিন্তু কলকাতা লিগে খেলা ক্লাবটি রবিকে লিয়েনে ছাড়তে দ্বিধা করেনি। আপাতত কাস্টমস থেকে ছয় মাসের জন্য তিনি যোগ দিচ্ছেন মহামেডানে।

Advertisement

সই করে শ্রাচির অফিস থেকে মহামেডান ক্লাবে আসেন রবি। সঙ্গে ছিলেন শ্রাচির কর্তারা ও কাস্টমস কর্তা রাজীব দে। সই করার পর রবি বলছিলেন, “সকালে ফোন করেছিলাম সঞ্জয় স্যরকে। উনি বললেন, যা করবি ভেবেচিন্তে করিস। আপাতত ছয় মাসের লোনে এসেছি। যেভাবে বাংলাকে সন্তোষ জিতিয়েছি, এবার চাইব মহামেডানের জন্য একইভাবে নিজেকে উজাড় করে দিতে।”

এবারের সন্তোষ ট্রফিতে ১২ গোল করে শুধুই সর্বোচ্চ গোলদাতাই হননি রবি। ভেঙে দিয়েছেন মহম্মদ হাবিবের রেকর্ডও। এই মুহূর্তে লিগ টেবিলে সবার শেষে থাকা মহামেডানের অবস্থা ভালো নয়। স্ট্রাইকাররা পুরোপুরি ব্যর্থ। এখন দেখার বিষয়, রবি যে দুরন্ত পারফরম্যান্স সন্তোষ ট্রফিতে করেছেন, সেই ধারাবাহিকতা তিনি আইএসএলে দেখাতে পারেন কি না? এদিন শ্রাচির অফিসে এসে সইপর্ব মেটানোর পর মহামেডান তাঁবুও ঘুরে যান রবি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ