ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গতবারের চ্যাম্পিয়ন পিএসজি বুধবার নামছে চ্যাম্পিয়ন্স লিগে। তাদের প্রতিপক্ষ আটলান্টা। কোচ হয়ে আসার প্রথম মরশুমেই ঘরোয়া ফুটবলে ডবল ক্রাউন জিতেছেন লুই এনরিকে। এবারের লিগ ওয়ানে এখনও পর্যন্ত শীর্ষে রয়েছে পিএসজি। এমন পরিস্থিতিতে চ্যাম্পিয়ন্স লিগে যাত্রা শুরু করছে ফরাসি দলটিকে।
এর আগে মাত্র একবার আটলান্টার বিরুদ্ধে খেলতে দেখা গিয়েছে পিএসজিকে। ২০২০ সালের কোয়ার্টার ফাইনালে তারা জিতেছিল ২-১ গোলে। বুধবারও যে অতীতের সেই ফলই বজায় থাকবে তা প্রত্যাশা করছেন তাদের সমর্থকরা। পিএসজি কোচ এনরিকে এই ম্যাচে নামার আগে বলেন, “চ্যাম্পিয়ন্স লিগের প্রত্যেকটা ম্যাচই যথেষ্ট কঠিন। তার ওপর কিছুদিন আগেই আটলান্টা তাদের কোচ বদল করেছে। ইটালির দলের বিরুদ্ধে খেলা সবসময়ই কঠিন। আশা করব মাঠে নামার পর ওদের পরিকল্পনা আমরা দ্রুত বুঝতে পারব।”
আরেক ম্যাচে মুখোমুখি হতে চলেছে লিভারপুল ও অ্যাটলেটিকো মাদ্রিদ। অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে ক্লিনশিট রাখার দিকে গুরুত্ব দিচ্ছেন স্লট। চোটের জন্য এই ম্যাচে অ্যাথলেটিকো মাদ্রিদ পাবে না জুলিয়ান আলভারেজ ও জনি কার্ডোজোকে। অন্য ম্যাচে নামছে বায়ার্ন মিউনিখ ও চেলসি। ২০২০ সালে পিএসজিকে হারিয়েই চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল বায়ার্ন। এবারও সেই একই স্বপ্ন দেখছে জার্মান দলটি। তবে হাঁটুতে চোট রয়েছে বায়ার্নের রক্ষণভাগের ফুটবলার আলফান্সো ডাভিসের। তিনি এই ম্যাচে অনিশ্চিত। চোটের জন্য পাওয়া যাবে না জামাল মুসিয়ালাকেও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.