সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিংহ যতই বৃদ্ধ হোক শিকার করতে ভোলে না। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও তেমনই। বয়স বাড়ছে তাতে কী! দরকারের সময় এখনও পর্তুগালের প্রধান ভরসার নাম সিআর সেভেনই। আরও একবার সেটা প্রমাণ করলেন জার্মানির বিরুদ্ধে নজির ভাঙা গোলে। তাঁর গোলেই ২৫ বছর বাদে জার্মানদের ২-১ গোলে হারাল পর্তুগাল। সেই সঙ্গে উয়েফা নেশনস লিগের ফাইনালে খেলাটাও নিশ্চিত করে ফেলল তারা।
শেষবার জার্মানিকে পর্তুগাল হারিয়েছে ২০০০ সালে। এরপর ৫ ম্যাচে প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে জয়ের মুখ দেখেনি পর্তুগাল। বুধবার রাতে মিউনিখে নেশনস লিগের সেমিফাইনালের লড়াইটাও কঠিন ছিল। ম্যাচের প্রথমার্ধে আধিপত্য ছিল জার্মানদেরই। যদিও পর্তুগালের গোলরক্ষক একের পর জার্মান আক্রমণ রুখে দেন। প্রথমার্ধে কোনও গোল আসেনি।
দ্বিতীয়ার্ধের শুরুতেই খেলার গতিপ্রকৃতি পুরো বদলে যায়। ৪৮ মিনিটে ফ্লোরিয়ার রির্টজ দুর্দান্ত হেডারে গোল করে জার্মানিকে এগিয়ে দেন। এক গোলে পিছিয়ে পড়ে খোঁচা খাওয়া বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে পর্তুগিজরা। ৬৩ মিনিটে পর্তুগিজদের সমতায় ফেরান বদলি ফ্রান্সিসকো কনসেইকাও। মজার কথা হল ২০ বছর আগে যে ম্যাচে পর্তুগাল জার্মানিকে হারিয়েছিল সেই ম্যাচে গোল করেছিলেন কনসেইকাওয়ের বাবা। কনসেইকাওয়ের গোলে সমতা ফেরানোর পর আরও মরিয়ে হয়ে ওঠে পর্তুগাল। ৫ মিনিট বাদেই দলের হয়ে জয়সূচক গোলটি করেন রোনাল্ডো। বাঁ প্রান্ত থেকে বাড়ানো বলে পা ছুঁইয়ে সেটি জালে জড়িয়ে দেন ক্রিশ্চিয়ানো। এর পর ম্যাচে আর কোনও গোল হয়নি। ২-১ গোলেই
ওই গোল করে তিনি শুধু যে পর্তুগালের জয় নিশ্চিত করলেই তা-ই নয়। একই সঙ্গে গড়ে ফেললেন তিনটি রেকর্ড। এটা আন্তর্জাতিক ফুটবলে রোনাল্ডোর ১৩৭ তম গোল যা রেকর্ড। সব মিলিয়ে তাঁর কেরিয়ারের ৯৩৭তম গোল, সেটাও রেকর্ড। ৪০ বছর বয়সী রোনাল্ডোই জার্মানির বিরুদ্ধে সবচেয়ে বেশি বয়সে গোল করার রেকর্ড গড়লেন। এটাই জার্মানির বিরুদ্ধে তাঁর প্রথম জয়। সেই জয়ই পর্তুগালকে পৌঁছে দিল নেশনস লিগের ফাইনালে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.