শিলাজিৎ সরকার: শুক্রবার বেলা গড়িয়ে দুপুরের পথে। যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে পুরোদমে অনুশীলনে ব্যস্ত ইস্টবেঙ্গল। হঠাৎই পাশের পাঁচতারা হোটেলের জানালার দেখা গেল এক আগন্তুককে। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে নজর রাখলেন লাল-হলুদের প্র্যাকটিসের উপর। যেন বুঝে নিতে চাইছিলেন কোচ অস্কার ব্রুজোর পরিকল্পনা ঠিক কী? বিষয়টি নজরে আসার পরপরই পাততাড়ি গোটালেন লাল-হলুদের স্প্যানিশ হেডস্যর। আইএফএ শিল্ড ফাইনালের ডার্বিতে নামার আগে শুক্রবার মেরেকেটে ঘণ্টা খানেক প্রস্তুতি নিল ইস্টবেঙ্গল।
সিনিয়র ও রিজার্ভ দল মিলিয়ে চলতি মরশুমে জোড়া ডার্বি খেলে দু’টোই জিতেছে ইস্টবেঙ্গল। তৃতীয় ডার্বির আগে শেষ মহড়ায় এদিন প্ল্যান ‘এ’-র সঙ্গে প্ল্যান ‘বি’ নিয়েও কাজ করলেন অস্কার। কখনও কেভিন সিবিয়ে এবং আনোয়ার আলিকে দু’দলে রাখলেন। আবার মহম্মদ রশিদকে ছাড়া সাজালেন মাঝমাঠ। সম্ভবত নবাগত হিরোশি ইবুসুকিকে প্রথম দলে রাখার সাহসী সিদ্ধান্ত নিতে চলেছেন অস্কার। সেক্ষেত্রে দলে ঢুকবেন মহেশ সিং। অস্কারের পরিবর্তে বিনো জর্জ এলেন সাংবাদিক সম্মেলনে।
তিনি বলে গেলেন, “মোহনবাগান দেশের সেরা দল। তবে আমরাও ভালো। আমরা ২৯ বার শিল্ড জিতেছি। কাল সেই সংখ্যাটা ৩০-এ নিয়ে যাওয়ার লক্ষ্যে নামব।” মাঠের বাইরের বিভিন্ন ঘটনায় কিছুটা বিতর্কে রয়েছে না বলেই মনে করছেন বিনো। তবে এদিন অচেনা ছবি লাল-হলুদের অনুশীলনে। সংবাদমাধ্যম তো বটেই, সমর্থকরাও যাতে দলের ধারেকাছে পৌঁছাতে না পারেন সেজন্য হাজির ছিলেন বাউন্সাররা। ফুটবলাররাও তেমন অনুশীলনের আগে-পরে নিশ্চুপ হয়ে মাঠ ছাড়লেন। চেনা সাংবাদিকের সঙ্গে ঠাট্টা-তামাশা চললেও ডার্বি প্রসঙ্গ উঠলেই মুখে কুলুপ তাঁদের।
বাইরে নিরাপত্তার বজ্রআটুনি থাকলেও দলের অন্দরে খোশমেজাজে রয়েছে ইস্টবেঙ্গল শিবির। এদিন দুপুরে টিম হোটেলে গোটা দল নিয়ে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছিল। তার আগে ছিল অস্কারের বিশেষ ক্লাস। সেখানে ‘শাওলিন সকার’ সিনেমার ক্লিপিংস দেখিয়েছেন অস্কার। দলকে চাপমুক্ত রাখার জন্যই তাঁর এই পরিকল্পনা। সঙ্গে ছাত্রদের ‘পেপ-টক’ দিয়েছেন লাল-হলুদ কোচ। ডার্বির আগে ফুটবলারদের প্রতি তাঁর বার্তা, ‘শান্ত থাকো। ডার্বি নিয়ে ভেবে উত্তেজিত হওয়ার প্রয়োজন নেই। ম্যাচে সবাই মাঠে নামার সুযোগ সবাই হয়তো পাবে না। কিন্তু সুযোগ পেলে নিজের দায়িত্ব ঠিকভাবে পালনের উপর জোর দিতে হবে।’ শনিবার দুপুরে ডার্বির পরিকল্পনা নিয়ে দলের সঙ্গে চূড়ান্ত বৈঠক সারবেন অস্কার। সেখানেই প্রথম একাদশ ঘোষণা করবেন লাল-হলুদ হেডস্যর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.