ছবি: সোশাল মিডিয়া।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার হাই ভোল্টেজ কেরালা ব্লাস্টার্স ম্যাচ জিতেছে মোহনবাগানের তরুণ ফুটবলাররা। তার পরের দিন ফুটবলারদের রিকভারি করালেন বাস্তব রায়। বেশ কিছুক্ষণ দীপেন্দু বিশ্বাসরা সাঁতার কাটলেন হোটেলের সুইমিং পুলে। কিছুক্ষণ জিম সেশন করলেন মোহনবাগান ফুটবলাররা। বিকালে কোচ বাস্তব রায়, সহকারী ডেগি কার্ডোজো, গোলকিপার কোচ অভ্র মণ্ডল ও বিদেশি ফুটবলার নুনো রেইস সহ কয়েকজন ফুটবলার গিয়েছিলেন ইন্টার কাশী বনাম মুম্বই সিটি এফসি ম্যাচ দেখতে।
এই ম্যাচ দেখতে এসেছিলেন এফসি গোয়া কোচ মানালো মার্কুয়েজও। সেমিফাইনালে এই এফসি গোয়ার মুখোমুখিই হবেন সাহালরা। আইএসএলে লিগ শিল্ড যেখানে মোহনবাগান জিতেছিল, সেখানে টেবলের দ্বিতীয় স্থানে ছিলেন সন্দেশ ঝিঙ্ঘনরা। এবার সুপার কাপে গোয়া আর্মান্দো সাদিকুকে ছাড়া খেললেও মোহনবাগানের দলে তরুণ ফুটবলারদের আধিক্য রয়েছে। সাহাল আবদুল সামাদ প্রথম ম্যাচে দারুণ ফুটবল উপহার দিয়েছেন। একটি গোলও করেছেন।
এই তরুণ দল নিয়েও আত্মবিশ্বাসের সুর সাহালের গলায়। বলছিলেন, “কে প্রতিপক্ষ তা নিয়ে ভাবি না। শুধু প্রত্যেকটা ম্যাচে জিততে চাই আমরা।” দলের আরেক সিনিয়র ফুটবলার আশিক কুরুনিয়ান বলছিলেন, “সিজনের শুরু থেকেই আমাদের মানসিকতা থাকে সব ট্রফি জেতার। হয়তো দল কোনও ম্যাচে হারে। কিন্তু আমাদের লক্ষ্যে বদল হয় না। সমর্থকদের উদ্দেশে বলতে পারি, আগামী ম্যাচে আপনারা আসুন, আমাদের সমর্থন করুন। পরের ম্যাচে আরও ভালো খেলব আমরা।” কোয়ার্টার ফাইনালে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে সুহেল ভাট, সালাউদ্দিন আদনান, ধীরাজ সিং, দীপেন্দু বিশ্বাসরা দুরন্ত ফুটবল উপহার দিয়েছেন। সেমিতে জিতে খেতাব জয়ের লক্ষ্যে আরও এগোতে হবে, একাগ্র মোহনবাগানের তরুণ ব্রিগেড।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.