ছবি: মোহনবাগান সোশাল মিডিয়া
প্রসূন বিশ্বাস: কিশোরভারতী স্টেডিয়ামে মঙ্গলবার ততক্ষণে আইএফএ শিল্ডের ফাইনালে পৌঁছে গিয়েছেন মহম্মদ রশিদরা। সেই সময় সেখান থেকে কিছুটা দূরত্বে যুবভারতীতে বুধবারের গ্রুপ পর্বের শেষ ম্যাচে নামার প্রস্তুতি শুরু করতে যাচ্ছিলেন মোহনবাগান ফুটবলাররা। তার আগে নিশ্চিতভাবেই তাঁরা জেনে গিয়েছিলেন ইস্টবেঙ্গলের আইএফএ শিল্ড ফাইনালে পৌঁছে যাওয়ার কথা। এদিকে রাত পোহালেই ইউনাইটেডের বিরুদ্ধে নামতে হচ্ছে জোসে মোলিনা ব্রিগেডকে। ড্র করলেই তাঁরা চলে যাবেন শিল্ড ফাইনালে। তবে ড্র নয়, ম্যাচ জিতেই ফাইনালে ইস্টবেঙ্গলের মুখোমুখি হতে চাইছেন জেমি ম্যাকলারেনরা। যদিও এই ম্যাচে নামার আগে মোহনবাগান কোচকে অস্বস্তির মধ্যে ফেলে দিয়েছে দলের দু’জন গুরুত্বপূর্ণ ফুটবলারের চোট।
মনবীর সিং এবং অনিরুদ্ধ থাপা।
এরমধ্যে মনবীর সোমবার দলের সঙ্গে অনুশীলনই করতে পারলেন না। মোলিনা যখন পুরো দল নিয়ে শেষ প্রস্তুতি সারছেন, তখন মনবীর সাইড লাইনে একলা অনুশীলন করছেন। আর থাপার পায়ে চোটের অবস্থা এমনই যে, বুধবার সকালে ডাক্তারের পরামর্শ নিয়ে যদি দেখা যায় তিনি খেলার মতো পরিস্থিতিতে আছেন, তাহলে প্রথম একাদশে তাঁকে রাখবেন মোলিনা। এই দুই ফুটবলার যদি ইউনাইটেডের বিরুদ্ধে একান্তই না খেলতে পারেন, তাহলে বেশ কিছু পরিবর্তন হতে পারে মোহনবাগানের প্রথম একাদশে। এমনিতেই প্রথম ম্যাচের পর শুভাশিস বসু ও আপুইয়া চলে গিয়েছেন জাতীয় দলে। ফলে গত ম্যাচের থেকেও এই দুই গুরুত্বপূর্ণ ফুটবলারের পরিবর্তে অন্য কোনও ফুটবলারকে দেখে নিতে হবে মোলিনাকে। তার ওপর যদি মনবীর এবং থাপা না থাকেন, তাহলে আরও দুই ফুটবলারকে তৈরি রাখতে হবে মোহনবাগান হেডস্যরকে।
প্রতিপক্ষ খুব শক্তিশালী না হলেও প্রথম একাদশ গড়তে পরিস্থিতি অনুযায়ী বেশ কয়েকটি পরিবর্তন আনতে হবে মোলিনাকে। বুধবার মোহনবাগানের সম্ভাব্য একাদশ হতে পারে- গোলে বিশাল কাইথ। রক্ষণে দুই সাইড ব্যাকে থাকার সম্ভাবনা অভিষেক সিং ও আশিস রাই। মাঝে আলবার্তো রডরিগেজ ও মেহতাব সিং। দুই উইংয়ে থাকতে পারেন রবসন রবিনহো ও কিয়ান নাসিরি। মাঝে যদি অনিরুদ্ধ খেলতে পারেন তাহলে তাঁর সঙ্গে অভিষেক সূর্যবংশী। যদি একান্তই অনিরুদ্ধ না পারেন, তাহলে তাঁর পরিবর্তে আসতে পারেন গ্লেন মার্টিন্স। কারণ দীপক টাংরি এবং সাহাল আবদুল সামাদও জাতীয় দলে। তাঁদের একটু সামনে থাকবেন জেসন কামিংস। আক্রমণে নেতৃত্ব দেবেন ম্যাকলারেন। পরিবর্তে নামতে পারেন দিমিত্রি পেত্রাতোস। অনূর্ধ্ব ২৩ জাতীয় দল থাকা সুহেল ভাট ও দীপেন্দু বিশ্বাসের বুধবার সকালে কলকাতায় ফেরার কথা। সময় মতো ফিরলে এই দুই ফুটবলারকেও রিজার্ভে রাখতে পারেন মোহনবাগান কোচ মোলিনা।
অন্যদিকে বুধবারের ম্যাচে অঘটন ঘটিয়ে জিততে পারলে ফাইনালে চলে যাবে ইউনাইটেড স্পোর্টসও। প্রথম ম্যাচে তারা জয় পেয়েছে গোকুলাম কেরালার বিরুদ্ধে। আইএফএ শিল্ড খেলার জন্য তিন বিদেশি ফুটবলারকে রেজিস্ট্রেশন করিয়েছে ইউনাইটেড। তাঁদের মধ্যে দু’জনকে প্রথম একাদশে খেলাচ্ছেন ইউনাইটেড কোচ লালকমল ভৌমিক। মোহনবাগানের বিরুদ্ধে অবশ্য তিনি পাচ্ছেন না দলের দুই ফুটবলার- দীপেশ মুর্মু ও গোলকিপার সুরজ আলিকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.